ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদের খসড়া ‘অসম্পূর্ণ ও বিপজ্জনক’: জামায়াত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৯ ১৭:৪২:২১
জুলাই সনদের খসড়া ‘অসম্পূর্ণ ও বিপজ্জনক’: জামায়াত

প্রস্তাবিত 'জুলাই সনদ'-এর খসড়াকে ‘অসম্পূর্ণ’ এবং এর কিছু অংশকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, তারা নিজেরাই একটি বিকল্প খসড়া সনদ তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেবে।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের বিরতিতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, "এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। যদি বলা হয় এটি একটি নমুনামাত্র, তাহলে ঠিক আছে। কিন্তু এটাই মূল কথা হলে, তা গ্রহণ করা যাবে না।"

তিনি সংলাপের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে একটি শক্তিশালী আইনি কাঠামোর ওপর জোর দেন। এ বিষয়ে তিনি দুটি পথের প্রস্তাব করেন:

১. অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো তৈরি করে পরে নির্বাচিত সংসদে তা অনুমোদন করিয়ে নেওয়া।

২. গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত রায় গ্রহণ করা।

তাহের সতর্ক করে বলেন, একটি কার্যকর আইনি কাঠামো ছাড়া দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ‘অনিশ্চয়তার দিকে’ চলে যেতে পারে।

একইসাথে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংলাপে প্রায় সবাই একমত হয়েছেন বলে তিনি জানান। তাহের বলেন, "জাতীয় নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে, এখানে প্রায় সবাই একমত, একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে।"

তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের জন্য পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত