ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

‘বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ নির্মূল করব’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৯ ১৭:০৮:৩২
‘বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ নির্মূল করব’

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লড়াই এখানেই শেষ নয়। নতুন বাংলাদেশ গঠনের আমাদের আন্দোলন এখনও চলমান। আজও দেখা গেছে, গাজীপুরে কিছু সন্ত্রাসী মহড়া দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে গণঅভ্যুত্থানের শক্তিকে রুখে দিতে চায় তারা। কিন্তু গোপালগঞ্জে যেমন আমাদের থামাতে পারেনি, তেমনি সমগ্র বাংলাদেশেও পারবে না। আমরা দেশের ৬৪টি জেলায় গিয়েছি, এবং সামনে আরও যাব। আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ নির্মূল করব। তাদের বিচার নিশ্চিত করব।

নাহিদ ইসলাম আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে থাকুন। তাদের জন্য দোয়া করুন এবং জাতীয় নাগরিক পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হোন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত