ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
নিউইয়র্কে বন্দুক হাম'লায় নি-হত পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে
.jpg)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ বিভাগ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম (৩৬)।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি বাণিজ্যিক ভবনে হামলাকারীকে রুখতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
নিহত দিদারুল ইসলামের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকায়। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন। তার দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার অকালমৃত্যুর খবরে নিজ জন্মভূমি কুলাউড়াসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শেন ডেভন তামুরা (২৭) নামের এক বন্দুকধারী একটি আধুনিক এম৪ রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একটি বাণিজ্যিক ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় ভবনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তাকে বাধা দিতে এগিয়ে যান। তখনই হামলাকারীর গুলিতে তিনিসহ মোট পাঁচজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।
দিদারুলের মৃত্যুর বিষয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিদারুলের পরিবারের প্রায় সবাই যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। ঘটনাটি জানার পর তারা খোঁজখবর নিয়েছেন।
এদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য, পুলিশ অফিসার দিদারুল ইসলাম, নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করার সময় তার জীবন শেষ হয়ে গেল। তিনি আমাদের বিভাগের সেরা ব্যক্তিত্বের মূর্ত প্রতীক ছিলেন। এই অকল্পনীয় বেদনাদায়ক সময়ে আমরা তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনায় এক সঙ্গে দাঁড়িয়েছি এবং আমরা চিরকাল তার নিঃস্বার্থ সেবাকে স্মরণ করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম