ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
নিউইয়র্কে বন্দুক হাম'লায় নি-হত পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে
.jpg)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ বিভাগ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম (৩৬)।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি বাণিজ্যিক ভবনে হামলাকারীকে রুখতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
নিহত দিদারুল ইসলামের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকায়। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন। তার দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার অকালমৃত্যুর খবরে নিজ জন্মভূমি কুলাউড়াসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শেন ডেভন তামুরা (২৭) নামের এক বন্দুকধারী একটি আধুনিক এম৪ রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একটি বাণিজ্যিক ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় ভবনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তাকে বাধা দিতে এগিয়ে যান। তখনই হামলাকারীর গুলিতে তিনিসহ মোট পাঁচজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।
দিদারুলের মৃত্যুর বিষয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিদারুলের পরিবারের প্রায় সবাই যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। ঘটনাটি জানার পর তারা খোঁজখবর নিয়েছেন।
এদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য, পুলিশ অফিসার দিদারুল ইসলাম, নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করার সময় তার জীবন শেষ হয়ে গেল। তিনি আমাদের বিভাগের সেরা ব্যক্তিত্বের মূর্ত প্রতীক ছিলেন। এই অকল্পনীয় বেদনাদায়ক সময়ে আমরা তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনায় এক সঙ্গে দাঁড়িয়েছি এবং আমরা চিরকাল তার নিঃস্বার্থ সেবাকে স্মরণ করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান