ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
নিউইয়র্কে বন্দুক হাম'লায় নি-হত পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ বিভাগ। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম (৩৬)।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে একটি বাণিজ্যিক ভবনে হামলাকারীকে রুখতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন।
নিহত দিদারুল ইসলামের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকায়। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন। তার দুই সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার অকালমৃত্যুর খবরে নিজ জন্মভূমি কুলাউড়াসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে শেন ডেভন তামুরা (২৭) নামের এক বন্দুকধারী একটি আধুনিক এম৪ রাইফেল ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একটি বাণিজ্যিক ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেই সময় ভবনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম তাকে বাধা দিতে এগিয়ে যান। তখনই হামলাকারীর গুলিতে তিনিসহ মোট পাঁচজন নিহত হন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে।
দিদারুলের মৃত্যুর বিষয়ে মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, দিদারুলের পরিবারের প্রায় সবাই যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। ঘটনাটি জানার পর তারা খোঁজখবর নিয়েছেন।
এদিকে, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, "আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য, পুলিশ অফিসার দিদারুল ইসলাম, নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করার সময় তার জীবন শেষ হয়ে গেল। তিনি আমাদের বিভাগের সেরা ব্যক্তিত্বের মূর্ত প্রতীক ছিলেন। এই অকল্পনীয় বেদনাদায়ক সময়ে আমরা তার পরিবার এবং প্রিয়জনদের জন্য প্রার্থনায় এক সঙ্গে দাঁড়িয়েছি এবং আমরা চিরকাল তার নিঃস্বার্থ সেবাকে স্মরণ করব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)