ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

অবেশেষে শান্তি ফিরছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়!

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৮ ১৯:৩৭:৪২
অবেশেষে শান্তি ফিরছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়!

অবশেষে গত কয়েকদিন ধরে চলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মারাত্মক সীমান্ত সংঘর্ষ নিরসনের লক্ষ্যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ এই সিদ্ধান্তে পৌঁছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “দুই পক্ষই সংঘর্ষ থেকে সরে এসে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখিয়েছে এবং অবিলম্বে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।”

আলোচনার শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, “এ দুই দেশের জন্য আমরা ইতিবাচক ফলাফল পেয়েছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের নেতৃত্ব এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।”

এর আগে রোববার থাই কর্তৃপক্ষ অভিযোগ করে, কম্বোডিয়া সিসাকেত প্রদেশে রকেট হামলা চালিয়ে একজনকে হত্যা ও আরেকজনকে আহত করেছে। থাই সেনাবাহিনীর দাবি, কম্বোডিয়ান স্নাইপাররা সীমান্তবর্তী বিতর্কিত একটি মন্দির এলাকায় অবস্থান নিয়ে ধারাবাহিকভাবে রকেট হামলা চালাচ্ছে।

আলোচনা চলার মাঝেই থাইল্যান্ডের সুরিন প্রদেশে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এছাড়া সীমান্ত এলাকায় বড় পরিসরে সেনা মোতায়েন ও সামরিক প্রস্তুতির খবরও মিলেছে।

থাই সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রিচা সুকসুওয়ান জানিয়েছেন, সোমবার ভোরে কম্বোডিয়ার ওডার মেঞ্চেই প্রদেশের সামরং এলাকায় নতুন করে গোলাগুলির সূচনা হয়।

অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা পাল্টা অভিযোগে বলেন, থাইল্যান্ড সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে ভারী অস্ত্র ব্যবহার করছে। তিনি আরও জানান, থাই বিমান থেকে ধোঁয়ার বোমাও ছোড়া হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার জানান, এই শান্তি প্রচেষ্টা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আপত্তির মুখে দাম কমাতে পারছে না সরকার

আপত্তির মুখে দাম কমাতে পারছে না সরকার

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের টানা... বিস্তারিত