ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা
ডুয়া নিউজ: দীর্ঘ দিন ধরে কানাডার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার অটোয়ার নিজের বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরী নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন ট্রুডো। এরপর আরও দুটি নির্বাচনে জয় অর্জনের মাধ্যমে প্রায় ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি।
তিনি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ডধারী। জনপ্রিয়তার দিক থেকে তিনি তার পূর্বসূরীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে ছিলেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসী প্রবাহের কারণে কানাডার আবাসন ও জীবনযাত্রার খরচ বৃদ্ধির ফলে ট্রুডোর জনপ্রিয়তার পতন শুরু হয়, যা তার সরকারের এই সংকট মোকাবিলায় ব্যর্থতার ফলে ঘটেছে।
গত অক্টোবরের শেষে প্রাদেশিক ও স্থানীয় নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টির বিপরীতে কনজারভেটিভ পার্টির কাছে শোচনীয়ভাবে হারানোর পর চাপ বৃদ্ধি পেতে থাকে।
এরপর গত ডিসেম্বরে রাষ্ট্রীয় নীতির বিষয়ে ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের কারণে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘটনা ট্রুডোর ওপর চাপ আরো বাড়ায়। লিবারেল পার্টির নেতা-কর্মীরা চাইছিলেন, আগামী নির্বাচনের আগে ট্রুডো শীর্ষ নেতত্ব থেকে সরে দাঁড়ান।
সাংবিধানিক দিক থেকে চলতি বছরের অক্টোবরে কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনের পূর্বে বড় কোনো ঘটনা না ঘটলে লিবারেল পার্টির সরকার ক্ষমতায় থাকবে।
এক্ষেত্রে দলের এমপিদের মধ্যে থেকে কেউ একজন নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ট্রুডো সোমবার বলেন, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়ে যাবেন।
সামন্য ভাষণে তিনি জানিয়েছেন, “আমার একমাত্র দুঃখ হলো আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে পারিনি। বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের জন্য দ্বিতীয় বা তৃতীয় বিকল্প বেছে নেওয়ার সুযোগ নেই; এটি এমন একটি ব্যবস্থা যা লাভবান করে সেই সব রাজনীতিবিদদের যারা মেরুকরণ এবং বিদ্বেষ ছড়ানোর রাজনীতিতে করেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি