ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ধনাঢ্য ব্যক্তিদের ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান

ডুয়া নিউজ- অ্যালামনাই
২০২৫ জুলাই ১৮ ১৪:১২:৫০
ধনাঢ্য ব্যক্তিদের ঢাবির অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) বৃত্তি যাচাই-বাছাই উপ-কমিটির ( গ্রুপ-ঘ) আহ্বায়ক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।

তিনি বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গ্রাম থেকে আসেন যাদের নিজেদের পড়ালেখার খরচ চালানো অনেক কঠিন কাজ। তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে এরাই একদিন দেশের হাল ধরবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফিসে বৃত্তির আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে এসব কথা বলেন বাবলী।

তিনি বলেন, এখানে যারা সাক্ষাৎকার দিতে আসতেছে তাদের মধ্য থেকে যারা আসলেই অসচ্ছল তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। সবাইকে বৃত্তি দিতে পারলে ভালো লাগতো।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা বৃত্তির জন্য নির্বাচিত হবে তারা যেন ভবিষ্যতে এভাবে কোন অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ায় সেই আহ্বান থাকবে।

এসময় শিক্ষার্থীদের সহায়তায় আরো নানা দিকনির্দেশনামূলক কথা বলেন ডুয়া সদস্যরা। সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজমুস সায়াদাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন একশো শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনে এসআইবিএল পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডুয়ার সদস্য সুপ্রিয়া দাস বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ডুয়া সবসময় পাশে থাকবে। বিশেষ করে যারা অসচ্ছল কিন্তু মেধাবী তাদের জন্য ডুয়ার দরজা সবসময় খোলা।

ডুয়ার সদস্য ড. আলো আরজুমান বানু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অর্থ খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরেক সদস্য হাসিনা মমতাজ বলেন, আমরা খুব স্বচ্ছতার সাথে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিচ্ছি। কোন ধরনের স্বজনপ্রীতি ছাড়াই আমাদের এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ড. কামাল উদ্দিন জসীম, লায়লা তাবাসসুম চৌধুরী, মো. সফিউল্যাহ, মাহবুবা খান মৌরি, মো. আল মামুন, এস এম শফিউদ্দিন ফুয়াদ ও সুভ্রা দেবনাথ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ