ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ওসি হিসেবে পদায়নে ২২ দফা নীতিমালা জারি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এ বিষয়ে সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। এতে যোগ্যতা, অযোগ্যতা, স্থানান্তর ও দায়িত্বকাল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, আর্থিক দুর্নীতি বা নৈতিক স্খলনের কারণে চাকরিজীবনে একবারও গুরুদণ্ডপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ওসি পদে অযোগ্য বিবেচিত হবেন। একই থানায় একাধিকবার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। বয়স ৫৪ পেরুলে কেউ আর ওসি হতে পারবেন না।
ওসি হিসেবে নিয়োগ পেতে হলে পরিদর্শক পদে কমপক্ষে তিন বছরের চাকরি থাকতে হবে। তবে তাঁকে নিজ জেলা বা স্ত্রী/স্বামীর জেলায় পদায়ন করা যাবে না। এইচএসসি বা সমমান পাস কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।
একাধিক দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরিদর্শক পদে দুই বা তার বেশি দণ্ড কিংবা তিনটি গুরুদণ্ড থাকলে ওসি পদে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া আগের এক বছরে লঘুদণ্ড বা দুই বছরে গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি পদায়ন করা যাবে না।
স্থানান্তরের বিষয়ে বলা হয়েছে একজন ওসি সর্বোচ্চ তিন বছর একই থানায় দায়িত্ব পালন করতে পারবেন। দুই বছর পূর্ণ হলে তাঁকে অন্যত্র বদলি করতে হবে। প্রয়োজন হলে ১৮ মাসের আগে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি বা পুলিশ কমিশনার নিজ ক্ষমতায় বদলি করতে পারবেন। এ ক্ষেত্রে পুলিশ সদরদপ্তরের অনুমতি লাগবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, কেউ সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে আর এ পদে নিয়োগ দেওয়া যাবে না। তবে একটি থানায় চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে। অভিযোগের ভিত্তিতে এর আগে প্রত্যাহার করা হলেও তা গণনায় অন্তর্ভুক্ত হবে।
ওসি হওয়ার আগে ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স’ সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশিক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করেও মূল্যায়ন হবে। পিইটি (ফিজিক্যাল টেস্ট) আবশ্যক নয়। তবে শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিগত পাঁচ বছরের এসিআর স্কোর গড়ে কমপক্ষে ৮০ থাকতে হবে এবং শেষ তিন বছরের এসিআরে কোনো বিরূপ মন্তব্য থাকলে তিনি অযোগ্য হবেন।
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ওসি পদায়ন করা হবে। এদের অন্তত এক বছর গ্রুপ-৩ (যেমন—পিটিসি, র্যাব, এপিবিএন) বা গ্রুপ-৪ এর নির্দিষ্ট ইউনিটে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফিটলিস্টপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রুপ-১ (ডিএমপি, মেট্রোপলিটন, রেলওয়ে পুলিশ) বা গ্রুপ-২ (বিভাগীয় রেঞ্জ) ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।
পুলিশ সদরদপ্তর মনে করছে এই নীতিমালার মাধ্যমে থানার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার