ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ওসি হিসেবে পদায়নে ২২ দফা নীতিমালা জারি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে এ বিষয়ে সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। এতে যোগ্যতা, অযোগ্যতা, স্থানান্তর ও দায়িত্বকাল সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, আর্থিক দুর্নীতি বা নৈতিক স্খলনের কারণে চাকরিজীবনে একবারও গুরুদণ্ডপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ওসি পদে অযোগ্য বিবেচিত হবেন। একই থানায় একাধিকবার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। বয়স ৫৪ পেরুলে কেউ আর ওসি হতে পারবেন না।
ওসি হিসেবে নিয়োগ পেতে হলে পরিদর্শক পদে কমপক্ষে তিন বছরের চাকরি থাকতে হবে। তবে তাঁকে নিজ জেলা বা স্ত্রী/স্বামীর জেলায় পদায়ন করা যাবে না। এইচএসসি বা সমমান পাস কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।
একাধিক দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরিদর্শক পদে দুই বা তার বেশি দণ্ড কিংবা তিনটি গুরুদণ্ড থাকলে ওসি পদে অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া আগের এক বছরে লঘুদণ্ড বা দুই বছরে গুরুদণ্ডপ্রাপ্ত হলে ওসি পদায়ন করা যাবে না।
স্থানান্তরের বিষয়ে বলা হয়েছে একজন ওসি সর্বোচ্চ তিন বছর একই থানায় দায়িত্ব পালন করতে পারবেন। দুই বছর পূর্ণ হলে তাঁকে অন্যত্র বদলি করতে হবে। প্রয়োজন হলে ১৮ মাসের আগে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি বা পুলিশ কমিশনার নিজ ক্ষমতায় বদলি করতে পারবেন। এ ক্ষেত্রে পুলিশ সদরদপ্তরের অনুমতি লাগবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, কেউ সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে আর এ পদে নিয়োগ দেওয়া যাবে না। তবে একটি থানায় চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে। অভিযোগের ভিত্তিতে এর আগে প্রত্যাহার করা হলেও তা গণনায় অন্তর্ভুক্ত হবে।
ওসি হওয়ার আগে ‘পুলিশ স্টেশন ম্যানেজমেন্ট কোর্স’ সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রশিক্ষণের ফলাফলের ওপর ভিত্তি করেও মূল্যায়ন হবে। পিইটি (ফিজিক্যাল টেস্ট) আবশ্যক নয়। তবে শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিগত পাঁচ বছরের এসিআর স্কোর গড়ে কমপক্ষে ৮০ থাকতে হবে এবং শেষ তিন বছরের এসিআরে কোনো বিরূপ মন্তব্য থাকলে তিনি অযোগ্য হবেন।
ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে ওসি পদায়ন করা হবে। এদের অন্তত এক বছর গ্রুপ-৩ (যেমন—পিটিসি, র্যাব, এপিবিএন) বা গ্রুপ-৪ এর নির্দিষ্ট ইউনিটে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফিটলিস্টপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রুপ-১ (ডিএমপি, মেট্রোপলিটন, রেলওয়ে পুলিশ) বা গ্রুপ-২ (বিভাগীয় রেঞ্জ) ইউনিটের সর্বোচ্চ তিনটি থানায় ওসি হিসেবে পদায়ন করা যাবে।
পুলিশ সদরদপ্তর মনে করছে এই নীতিমালার মাধ্যমে থানার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস