ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নয়াদিল্লি

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ১০ ১৩:৫২:১০
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নয়াদিল্লি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানা রাজ্যের ঝাজ্জর জেলায়।

জাতীয় ভূকম্পনবিজ্ঞান সংস্থা (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কম্পন শুরু হতেই দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেক বাড়ির ফ্যান, লাইট এবং আসবাবপত্র দুলে ওঠে বলে স্থানীয়রা জানান। নয়ডা ও গুরগাঁওয়ের অফিস এলাকার অনেক কর্মীও নিরাপত্তার স্বার্থে বাইরে বেরিয়ে আসেন।

এছাড়া হরিয়ানার গুরগাঁও, রোহতক, দাদরি, বহাদুরগড় এবং এমনকি ঝাজ্জর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিম উত্তরপ্রদেশের মিরাট ও শামলিতেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ কেউ জানান, কম্পন বেশ দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল এবং পরিস্থিতি ছিল আতঙ্কজনক।

ঘটনার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) একটি নির্দেশনা জারি করে। এতে নাগরিকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। ভূমিকম্পের সময় দ্রুত সিঁড়ি ব্যবহার করে খোলা জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাড়ি চালনার সময় ভূমিকম্প অনুভূত হলে, রাস্তার পাশে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত