ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
নির্বাচনি প্রস্তুতিতে গতি আনতে প্রধান উপদেষ্টার সময়সীমা ঘোষণা
.jpg)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টাদের প্রেস সচিব শফিকুল আলম বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সংস্কার-সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে এসব সদস্যদের ডিসেম্বরের মধ্যেই প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আরও জানান, ভোটের সময় ১৮ থেকে ৩২ বছর বয়সী তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ রাখা যায় কি না সে বিষয়েও আলোচনায় এসেছে। একই সঙ্গে ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। ভোটের আগে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রদবদলের বিষয়টিও আলোচনায় এসেছে। এই রদবদল ‘র্যান্ডম’ পদ্ধতিতে করা হবে বলেও জানান তিনি।
প্রেস সচিব বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে নিয়োজিত হবে, কোথায় কতজন থাকবে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কারা থাকবে, সীমান্ত এলাকায় কারা দায়িত্ব পালন করবে, স্ট্রাইক ফোর্স হিসেবে সেনা বা অন্যান্য বাহিনীর ভূমিকাই বা কী হবে এসব নিয়েও আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল।
এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কয়েক দফা বলেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক বৈঠক হয়। বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা শোনা যায়। এরপর থেকেই দেশের রাজনীতিতে নির্বাচনি তৎপরতা বাড়তে শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ভারতের ২৫০ সেনা নিহত
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
- শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু