ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জুলাই শহীদদের নামে ঢাবির জিয়া হলে গাছ বিতরণ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০৯ ১৬:৩৫:৩৫
জুলাই শহীদদের নামে ঢাবির জিয়া হলে গাছ বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের রুমে রুমে জুলাই শহীদদের স্মরণে চারাগাছ বিতরণ করেছেন হলের দুই শিক্ষার্থী।

বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় দুই শিক্ষার্থীর ব্যক্তিগত প্রচেষ্টায় এসব গাছ বিতরণ করা হয়।

আয়োজকদের মধ্যে জিয়াউর রহমান হল ও সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. আব্দুল আহাদ বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলো তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা পাঠ্য বইয়ের বাইরে কিছু করার প্রচেষ্টা হিসেবে হলের ১৩০টা রুমের সবগুলোতে গাছ বিতরণ করবো। এখানের প্রতিটা গাছ এক একটা জীবন্ত স্মৃতিসৌধ হয়ে বেঁচে থাকবে। আমরা চাই, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক শহীদরা প্রতিটি রুমে বেঁচে থাকুক।

আইন বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম প্রতিক বলেন, আমাদের জায়গা থেকে আমরা জুলাইয়ের শহীদদের জন্য প্রতিটি রুমে একটা করে গাছ দিব। একেকটা গাছ একেকজন শহীদের স্মৃতির স্মারক হয়ে থাকবে। প্রতিটি রুমে গণ-অভ্যুত্থানের স্মৃতি এই কর্মসূচির মাধ্যমে বেঁচে থাকবে। প্রতিটি শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে শহীদদের আত্মত্যাগ বুঝতে পারবে ও তাদেরকে স্মরণ করবে- এই আমাদের প্রত্যাশা

হলের শিক্ষার্থীরা আহাদ ও প্রতীকের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। ভবিষ্যতে শিক্ষার্থীদের শহীদদের নামে এমন আরো কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান তারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ