ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
‘জাতীয় সমাবেশ’ করবে জামায়াত, দেবে যেসব বার্তা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে। ৭ দফা দাবিকে সামনে রেখে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশে লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির শক্তি প্রদর্শন এবং ইসলামপন্থি ও সাধারণ ভোটারদের আস্থা অর্জনই এই সমাবেশের প্রধান উদ্দেশ্য। সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে।
সাত দফা দাবি:
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. পিআর পদ্ধতিতে নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, “এই সমাবেশ শুধু দলীয় নয় দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ১৯ জুলাই দুপুর ২টায় শুরু হবে কর্মসূচি।”
এরই মধ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ঢাকার আশপাশের জেলা এবং সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে জোর প্রস্তুতি চলছে। প্যান্ডেল, মঞ্চ, নিরাপত্তা ও প্রচারসহ সব কার্যক্রমে নিয়োজিত রয়েছে একাধিক উপকমিটি।
নির্বাচনি সমঝোতার উদ্যোগ:
সমাবেশের পাশাপাশি ইসলামি দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতার চেষ্টা করছে জামায়াত। তবে এখনও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এককাট্টা হওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব ইস্যুতে মতানৈক্য থাকায় এ ঐক্য কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দিয়ে সারা দেশে নির্বাচনি প্রস্তুতি চলছে। সমাবেশ থেকেই নির্বাচনের বার্তা দেওয়া হবে।
বৃহৎ শোডাউনের প্রস্তুতি
দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শহীদদের প্রতি সম্মান জানানো এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।” তিনি এ সমাবেশে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর অংশগ্রহণের আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা