ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
‘জাতীয় সমাবেশ’ করবে জামায়াত, দেবে যেসব বার্তা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছে। ৭ দফা দাবিকে সামনে রেখে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। সমাবেশে লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির শক্তি প্রদর্শন এবং ইসলামপন্থি ও সাধারণ ভোটারদের আস্থা অর্জনই এই সমাবেশের প্রধান উদ্দেশ্য। সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে।
সাত দফা দাবি:
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. পিআর পদ্ধতিতে নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, “এই সমাবেশ শুধু দলীয় নয় দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ১৯ জুলাই দুপুর ২টায় শুরু হবে কর্মসূচি।”
এরই মধ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। ঢাকার আশপাশের জেলা এবং সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে জোর প্রস্তুতি চলছে। প্যান্ডেল, মঞ্চ, নিরাপত্তা ও প্রচারসহ সব কার্যক্রমে নিয়োজিত রয়েছে একাধিক উপকমিটি।
নির্বাচনি সমঝোতার উদ্যোগ:
সমাবেশের পাশাপাশি ইসলামি দলগুলোর সঙ্গে নির্বাচনি সমঝোতার চেষ্টা করছে জামায়াত। তবে এখনও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এককাট্টা হওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব ইস্যুতে মতানৈক্য থাকায় এ ঐক্য কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দিয়ে সারা দেশে নির্বাচনি প্রস্তুতি চলছে। সমাবেশ থেকেই নির্বাচনের বার্তা দেওয়া হবে।
বৃহৎ শোডাউনের প্রস্তুতি
দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শহীদদের প্রতি সম্মান জানানো এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।” তিনি এ সমাবেশে সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর অংশগ্রহণের আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- মার্জিন ঋণে কড়াকড়ি, সীমিত আয়ের ব্যক্তিদের মার্জিন ঋণ নয়
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিল কার্যকর করতে সংস্কারের সিদ্ধান্ত