ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি-সমঝোতা স্মারক সই

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ০৯:২৭:৫৬
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি-সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

চুক্তি হলো, দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।

বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুগুলো পাকিস্তান ইতোমধ্যেই সমাধান করেছে।

আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এরপর রাতে তিনি গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেবেন।

উল্লেখ্য, এটি এক দশকের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। দুই দিনের সরকারি সফরের প্রথম দিনে শনিবার ঢাকায় এসে তিনি বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত