ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

'নতুন বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ'

২০২৫ জুলাই ০৭ ১৬:০৯:৫৮

'নতুন বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ'

কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং নতুন বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, “হাতে-কলমে কাজ করার সময় এখন এসেছে। বিশ্বব্যবস্থা প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে, আমাদেরও সেই পথে এগোতে হবে।”

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা ও ভোকেশনাল স্কুল ও বি.এম কলেজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

তিনি মাদরাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “মাদরাসারাও কোয়ালিটি কারিগরি দক্ষতা অর্জনে আগ্রহী। বর্তমান সরকার কারিগরি শিক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।”

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। সময় কম, তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। কারিগরি শিক্ষায় গুরুত্ব বাড়ানোর অঙ্গীকার আমাদের রয়েছে।”

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাইয়ে বড় ধরনের আন্দোলন হয়েছিল, যেখানে ছাত্রদের সঙ্গে শ্রমিক, শিক্ষক, এবং সাধারণ মানুষও যোগ দিয়েছিল। এই আন্দোলন নতুন বাংলাদেশের সূচনা করেছে।”

শিক্ষা উপদেষ্টা আরো যোগ করেন, “আমরা নাগরিক অধিকার ভুলে গিয়েছিলাম, কিন্তু ওই ছাত্ররা আমাদের মুক্তি দিয়েছে। আমরা আশা করি পরবর্তী সরকার সমাজ ও শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে জনগণের স্বপ্ন পূরণ করবে।”

তিনি বলেন, “শিক্ষা এমন হবে যা শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলী বিকাশ করবে, কর্মদক্ষতা বাড়াবে এবং নৈতিক ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ করবে।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং প্রতিষ্ঠানের সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত