ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

কাকরাইলে চাকরিচ্যুত বিডিআরদের বিক্ষোভে পুলিশের জলকামান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৭ ১৩:৪৯:৩০
কাকরাইলে চাকরিচ্যুত বিডিআরদের বিক্ষোভে পুলিশের জলকামান

তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে চাকরিচ্যুত সদস্যরা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সোয়া ১২টার দিকে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে এবং কমপক্ষে ৬টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শুরুতে আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারা অবস্থান বজায় রাখলে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ শুরু করে। এতে পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করতেও দেখা যায়।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে যাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধা অতিক্রম করতে না পেরে তারা সেখানেই অবস্থান নেয়।

এ সময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান এবং সরে যাওয়ার জন্য ১০ মিনিট সময় দেন। কিন্তু আন্দোলনকারীরা না সরলে জোরালো পুলিশি অভিযান শুরু হয়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবি হলো:

  • চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদান,
  • পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ধারা বাতিল,
  • বিডিআর নাম পুনর্বহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি।

পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্যভবনের দিকে সরিয়ে নেয় এবং কাকরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

বাঁচতে চায় ঢাবি শিক্ষার্থী মুন্নাছ

দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়াতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ১০১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মুন্নাছ আলী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী সবার সহযোগিতায়... বিস্তারিত