ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
তারেক-খালেদা জিয়ার ‘চেয়ার’ নিয়ে নতুন বিতর্ক

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ‘রাজকীয় চেয়ার’ তৈরি করা হচ্ছে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে।
প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, উখিয়ার থাইংখালী গ্রামের স্থানীয় এক বিএনপি নেতা—৫ নম্বর ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন ব্যক্তিগত উদ্যোগে এই চেয়ারগুলো তৈরি করছেন।
তবে এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, “এটি মূলত একটি উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, যার মাধ্যমে নেতিবাচক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।”
জুলকারনাইন লিখেছেন,“প্রথম আলোর এ ধরনের ক্লিকবেইট শিরোনাম এক ধরনের অপসাংবাদিকতা এবং ‘রাজকীয় চেয়ার’ শব্দটি কোট করে প্রকাশ করে পাঠকের মনে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন,“খবরের মূল তথ্য অনুযায়ী, এটি একজন স্থানীয় নেতার নিজস্ব উদ্যোগে তৈরি আসবাবপত্র। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের সরাসরি কোনও সম্পৃক্ততা নেই। অথচ সংবাদ উপস্থাপনার ধরনে সেটিকে দলীয় আয়োজন হিসেবে তুলে ধরা হয়েছে।”
জুলকারনাইন অভিযোগ করেন,“এ ধরনের উপস্থাপনা সাধারণ পাঠকদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং রাজনৈতিকভাবে একটি দলকে প্রশ্নবিদ্ধ করতে ভূমিকা রাখে।”
তার মন্তব্য অনুযায়ী, এটি একটি সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের কৌশল হতে পারে।
বিষয়টি নিয়ে প্রথম আলো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!