ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
শিক্ষার্থীদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থিকভাবে অসচ্ছল অনেক শিক্ষার্থী ভর্তি হয়। তাদের পড়ালেখার খরচ যোগাতে খেতে হয় ব্যাপক হিমশিম। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) সদস্য সচিব আব্দুল বারী ড্যানী।
তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারা এগিয়ে আসুন।
শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধন সভায় এ আহ্বান জানান তিনি।
ডুয়ার সদস্য সচিব আব্দুল বারী ড্যানী বলেন, আমাদের সামর্থ্য সীমিত। এর মধ্যেও আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। সেই চেষ্টা আমরা সবসময় অব্যাহত রাখবো।
ড্যানী বলেন, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা সবাইকে বৃত্তি দিতাম। সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতজনকে পারি ততজনকে বৃত্তি দিবো। আগে ডুয়া আড়াই হাজার টাকা করে বৃত্তি দিতো এখন আমরা ৩ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছি। যারা শারীরিকভাবে অক্ষম তাদের শতভাগকেই আমরা বৃত্তির আওতায় নিয়ে আসছি।
তিনি বলেন, তোমরা যখন প্রতিষ্ঠিত হবে তোমরাও অসচ্ছল এক-দুইজন শিক্ষার্থীর দায়িত্ব নিবা। তোমাদের সামর্থ্যের মাধ্যমে যেন এগিয়ে যেতে পারে সেইসব পিছিয়ে পড়া শিক্ষার্থী। এসময় তিনি শিক্ষার্থীদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান ড্যানী।
ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে।
তিনি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোন সময় হতাশ হবা না কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি।
ডুয়ার সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সবসময় চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার। আজকে আমরা অনেক কঠিন কাজ করতে যাচ্ছি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমারও বৃত্তির প্রয়োজন ছিলো। আজকে এখানে যারা আছেন সবারই এই বৃত্তির প্রয়োজন। কিন্তু এতোজন থেকে বাছাই করার কাজটি অনেক কঠিন।
তিনি বলেন, এই শিক্ষার্থীরাই এখান থেকে পাশ করে বের হয়ে অনেক বড় কিছু হবে কিন্তু কখনো যাতে ভুলে না যায় যে আমি এইরকম সংগ্রাম করে এসেছি। যারা অসচ্ছল তাদের প্রতি যাতে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও সেই কামনা করছি।
এছাড়াও উপস্থিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজী, সদস্য নীলোফার চৌধুরী মনি, মাহফুজা রহমান চৌধুরী বাবলি, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা