ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
                                    উদ্যোক্ত পরিচালকদের কাছে ১০ শতাংশের নিচে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার। যদিও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক তালিকাভুক্তি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ার কমপক্ষে ৩০ শতাংশের নিচে থাকতে হবে।
যে ৮টি কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কোম্পানিগুলোর ১০ শতাংশ শেয়ারও নেই, সেগুলো হলো- সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স, ফুওয়াং ফুডস, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, আইএফআইসি, স্যোসাল ইসলামী ব্যাংক-এসআইবিএল এবং ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। এর মধ্যে বর্তমানে ৭.৬৭ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। অবশিষ্ট শেয়ারের মধ্যে ৬.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৮৬.১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
সি অ্যান্ড এ টেক্সটাইল
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার। এর মধ্যে বর্তমানে ৭.১০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ১০.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৮২.৮৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফ্যামিলি টেক্স
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৩৮৮টি। এর মধ্যে বর্তমানে ৪.০২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ১৮.৪১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৭৭.৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৩৭৯টি। এর মধ্যে বর্তমানে ৫.৯০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ২৯.১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৮০ শতাংশ বিদেশি এবং ৬৪.১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফু-ওয়াং ফুডস
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি। এর মধ্যে বর্তমানে ৭.৮৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৮.৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৮৩.৩৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
আইএফআসি ব্যাংক
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৯২ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৬৪৮টি। এর মধ্যে বর্তমানে ০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। এছাড়া, কোম্পানিটিতে ৩২.৭৫ শতাংশ সরকার, ২১.৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৬৩ শতাংশ বিদেশি এবং ৫.২৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এসআইবিএল ব্যাংক
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৪ কোটি ১ লাখ ৫৫ হাজার ১০০টি। এর মধ্যে বর্তমানে ১১.৬২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ৬৮.৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৮৭ শতাংশ বিদেশি এবং ১৮.৮২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এর মধ্যে বর্তমানে ০.১৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদকের কাছে রয়েছে। অবশিষ্ট শেয়ারের মধ্যে ৭৪.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৭.৮৯ শতাংশ বিদেশি এবং ৭.১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক-এসআইবিএল এবং ইসলামী ব্যাংকে আলোচিত শিল্পপতি এস আলম ব্যাংক ৩টিতে উদ্যোক্তা শেয়ার হিসাবে ছিলেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক তার পরিচালক পদ বাতিল হওয়ায় তার শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে পরিণত হয়েছে। যে কারণে ব্যাংক ৩টির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কমে গেছে। তবে ব্যাংক ৩টিতে এস আলমের শেয়ার আদালক কর্তৃক জব্দ করা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে