ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
‘পাকিস্তানকে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন’

ভারতের উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিংহ দাবি করেছেন, ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার সময় চীন পাকিস্তানকে সরাসরি ও তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রাহুল সিংহ জানান, চীন ভারতের সেনা মোতায়েন, আক্রমণের রূট ও প্রস্তুতি সম্পর্কে সরাসরি তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তান ছিল সম্মুখে কিন্তু পুরোপুরি সহায়তা দিচ্ছিল চীন। এটা অবাক হওয়ার কিছু নয় কারণ পাকিস্তান গত পাঁচ বছরে যে সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে তার ৮১ শতাংশ এসেছে চীন থেকে।”
তিনি দাবি করেন, মে মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত চলা ওই সংঘাত চীনের জন্য ছিল এক বাস্তব ‘পরীক্ষাগার’। সেখানে তারা নিজেদের অস্ত্র ও গোয়েন্দা প্রযুক্তির কার্যকারিতা যাচাই করেছে। সংঘাতের সময় চীনের উপগ্রহ নজরদারি, ভারতের সামরিক মোতায়েনের তথ্য ফাঁস এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়গুলো তুলে ধরেন তিনি।
উপ-সেনাপ্রধান আরও বলেন, সংঘাতের সময় যখন সামরিক পর্যায়ে আলোচনার চেষ্টা চলছিল, পাকিস্তান তখন ভারতের সেনা অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য জানিয়ে হুমকি দিচ্ছিল। তিনি বলেন, “পাকিস্তান বলছিল—‘আমরা জানি অমুক অঞ্চল প্রস্তুত, অনুগ্রহ করে সরাও’। এটি প্রমাণ করে যে তারা সরাসরি চীনের কাছ থেকে লাইভ ইনপুট পাচ্ছিল।”
তুরস্কের ভূমিকাও উল্লেখ করেন তিনি। জানান, সংঘাত চলাকালে পাকিস্তানকে ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল তুরস্ক।
রাহুল সিংহ বলেন, এই অভিজ্ঞতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে এসেছে—বিশেষ করে স্যাটেলাইট নজরদারি, সাইবার-যুদ্ধ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতার দিকগুলো সামনে এসেছে। “এবার জনবসতিগুলো মূল লক্ষ্য ছিল না তবে ভবিষ্যতে তা হতে পারে,” বলেন তিনি।
‘সিভিল-মিলিটারি ফিউশন’ এবং ‘C4ISR’ (Command, Control, Communication, Computer, Intelligence, Surveillance and Reconnaissance) ব্যবস্থার উপর জোর দিয়ে তিনি বলেন, এখন ভারতের আরও উন্নত রকেট ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
চীনের প্রাচীন সামরিক দর্শনের কথা টেনে রাহুল সিংহ বলেন, “চীনের ৩৬টি সামরিক কৌশল এবং ‘ধার করা ছুরি দিয়ে শত্রু হত্যা’ নীতিরই বাস্তব রূপ আমরা দেখেছি। তারা সরাসরি সংঘাতে জড়ায়নি কিন্তু প্রতিবেশী পাকিস্তানকে ব্যবহার করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- ২৪ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের অনীহা, বিনিয়োগ ১০% শতাংশের নিচে