ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা সরে গিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে পুলিশ দ্রুত তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ রয়েছে, যা সবারই জানা। কিন্তু সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা এসব বিসিএস পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পাশাপাশি প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশের দাবি জানান।
চাকরিপ্রার্থীরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন, “সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার”, “ইন্টারভিউ নয় রাজপথ, রাজপথ রাজপথ”।
এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েন।
আন্দোলনকারীরা ৪ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
১) ৪৪তম বিসিএসের জন্য অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। সেই সঙ্গে পরবর্তী বিসিএসগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
২) নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। পাশাপাশি ভাইভায় পাশ করাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম শ্রেণি গ্রেডে চাকরি দিতে হবে।
৩) অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্ক সর্বোচ্চ ১০০ করতে হবে।
৪) প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে