ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
আন্তর্জাতিক চাকরির মেলা ঢাকায়, থাকছে ৪০ কোম্পানি
.jpg)
দেশের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে আসছে এটিবি জবস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি আয়োজিত ‘এটিবি জবস বাংলাদেশ এক্সক্লুসিভ জব ফেয়ার ২০২৫’ আগামী ২২ আগস্ট শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা।
দেশব্যাপী কর্মসংস্থানকে আরো গতিশীল করতে আয়োজিত এই জব ফেয়ারে ৪০টিরও বেশি জাপানি এবং বহুজাতিক কোম্পানি অংশ নিচ্ছে। এতে নবীন স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাদার—সব ধরনের চাকরিপ্রার্থীদের জন্য থাকছে চাকরির সুযোগ।
মেলায় চাকরিপ্রার্থীরা সিভি রিভিউ, ক্যারিয়ার কাউন্সেলিং, সরাসরি সাক্ষাৎকার এবং পেশাদার নেটওয়ার্ক তৈরির সুবিধা পাবেন। অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কাওয়াই গ্রুপ, ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ, কনফিডেন্স গ্রুপ, বেভি কমার্স, হোন্ডা বাংলাদেশ, আজিনোমোটো বাংলাদেশসহ আরও অনেক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জেট্রো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। জাপানি রেস্তোরাঁ তাকুমি ফুড পার্টনার হিসেবে ইভেন্টে যুক্ত থাকবে।
চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে মেলায় র্যাফেল ড্র-এর আয়োজন রাখা হয়েছে। কর্মজীবী পেশাদারদের সময় বিবেচনায় নিয়েই শুক্রবার দিনটিকে ইভেন্টের জন্য নির্ধারণ করা হয়েছে।এই আয়োজন দেশের কর্মসংস্থানের পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?