ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
এইচএসসি থেকে স্নাতক পাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি
.jpg)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন দপ্তরে রাজস্ব খাতে থাকা ৫টি শূন্য পদে মোট ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ২০ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
তবে, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতা:
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার: ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা (গ্রেড-১২)। আবেদনকারীদের গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৬টি পদের জন্য বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) নির্ধারণ করা হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক: এই পদে সবচেয়ে বেশি, অর্থাৎ ১১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৪টি পদের বিপরীতে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ধরা হয়েছে। এই পদের জন্যও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি।
ভান্ডাররক্ষক: ৫টি পদের জন্য বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) দেওয়া হবে। প্রার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদনকারীদের বয়স ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। তবে, অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে যা এসএমএসের মাধ্যমে প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীরা http://dper.tealk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিতবিজ্ঞপ্তি দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ