ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
যুক্তরাষ্ট্রের শক্তিশালী হেলিকপ্টার পাচ্ছে ভারত

যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী অ্যাপাচি হেলিকপ্টারের একটি চালান পাচ্ছে ভারত। আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের হেলিকপ্টারগুলো ভারতে পৌঁছাবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ভারত পাচ্ছে ৩টি অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার। এগুলো ১৫ জুলাইয়ের মধ্যে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে আরও ৩টি হেলিকপ্টার পাবে ভারত। যেগুলো চলতি বছরের নভেম্বরের মধ্যে পৌঁছাবে।
গত মঙ্গলবার (১ জুলাই) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে টেলিফোনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাগুলো পর্যালোচনা করেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্রকে অপারেশন সিন্ধুর সময় ভারতের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, "ভারত নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্ত পার হওয়া সন্ত্রাসী হামলা প্রতিহত ও প্রতিরোধ করার অধিকার রাখে।"
ফোনালাপে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) নির্মিত তেজস এমকে-১এ যুদ্ধবিমানের জন্য জেনারেল ইলেকট্রিক (জিই) ইঞ্জিন সময়মতো সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে ভারতে জেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইঞ্জিন সরবরাহ সময়মতো নিশ্চিত করার আশ্বাস দিলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালে ৬০০ মিলিয়ন ডলারের চুক্তির আওতায় ভারতীয় সেনাবাহিনীর জন্য ৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনা হয়। এগুলো ২০২৪ সালের মে-জুনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও পরে তা পিছিয়ে ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে ১৫ মাস পেরিয়ে গেলেও জোধপুরে অবস্থিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন এখনো হেলিকপ্টারগুলো পায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার