ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, নি’হত ৫
.jpg)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার প্রদেশে একটি সরকারি গাড়িতে বোমা হামলায় পাঁচজন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনা গতকাল বুধবার বাজাউর জেলার উপজাতি অধ্যুষিত নওগাই এলাকায় ঘটে, জানায় তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সরাসরি নওগাইয়ের সহকারী কমিশনারের গাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান চারজন সরকারি কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
জেলা পুলিশের প্রধান ওয়াকাস রফিক জানান, সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা চালানো হয়।
বিস্ফোরণের প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা হিসেবে ধরা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
অন্যদিকে, ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানায়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানে সহিংসতা বাড়ছে। এই সময়কালে দেশটিতে ৫০২টি জঙ্গি হামলা ঘটে, যার ফলে ৭৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ২৮৪ জন নিরাপত্তাকর্মী, ২৬৭ জন বেসামরিক নাগরিক, ১৮০ জন জঙ্গি এবং ৬ জন শান্তি কমিটির সদস্য।
পিআইসিএসএস আরও বলেছে, ২০২৫ সালের জুন মাসে বিশ্বব্যাপী জঙ্গি সহিংসতার কারণে পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা