ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
গাজা গণহ'ত্যায় ৪৮ কোম্পানির সহায়তা: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন, কীভাবে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকরণ ও গাজায় গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। এই প্রতিবেদনটি বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
প্রতিবেদনে ৪৮টি বহুজাতিক প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। আলবানিজ জানিয়েছেন, এসব কোম্পানি শুধু দখলদারীত্বেই নয়, সরাসরি গাজায় গণহত্যায় ভূমিকা রাখছে। তাঁর মতে, এই সহযোগিতাগুলো না থাকলে ইসরায়েলের পক্ষে এতো দিন ধরে আগ্রাসন চালিয়ে যাওয়া সম্ভব হতো না।
অভিযোগ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোসফট, গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট, অ্যামাজন এবং আইবিএম।
এ ছাড়াও রয়েছে মার্কিন সামরিক সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন, ইতালির লিওনার্দো এসপিএ, প্রযুক্তি সরবরাহকারী প্যালান্টির, নির্মাণ খাতের ক্যাটারপিলার, সুইডেনের ভলভো, দক্ষিণ কোরিয়ার হুন্ডাই, পর্যটন খাতের বুকিং.কম এবং এয়ারবিএনবি, কয়লা সরবরাহকারী ড্রামন্ড কোম্পানি ও গ্লেনকোর এবং প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরক ও ভ্যানগার্ড।
আলবানিজের মতে, এসব কোম্পানি নজরদারি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভারী যন্ত্রপাতি, কয়লা সরবরাহ এবং বিনিয়োগের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী ও প্রশাসনকে সহায়তা করছে। এসব প্রযুক্তি ব্যবহার করে গাজায় লক্ষ্যবস্তু নির্ধারণ, ঘরবাড়ি ধ্বংস, অবৈধ বসতি নির্মাণ এবং ইসরায়েলি সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই অবস্থায় কোম্পানিগুলোর ওপর আন্তর্জাতিক আইন অনুযায়ী দায়িত্ববোধ ও মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের সহযোগিতার জন্য এসব কোম্পানি ও তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন। এই প্রতিবেদন শুধু মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নয়, বরং সেই লঙ্ঘনের পেছনে থাকা আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি জগতের জড়িত থাকার বিষয়টিও নতুন করে তুলে ধরেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত