ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

বাংলাদেশ যখন সংকটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পথ দেখায় : শামসুজ্জামান দুদু

২০২৫ জুলাই ০১ ১১:১৪:২৫

বাংলাদেশ যখন সংকটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পথ দেখায় : শামসুজ্জামান দুদু

বাংলাদেশ যখন সংকটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তখন পথ দেখায় বলে মন্তব্য করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

আজ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, পথহারা হয়েছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা পথ দেখিয়েছে। বুক চিতিয়ে লড়াই করেছে। পথ হারা দেশের পথ দেখানো এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলাম।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন। এই বিশ্ববিদ্যালয়ে সব ধর্ম বর্ণ, শ্রেনীর মানুষ যুক্ত ছিল এবং আছে। আমি মনে করি এর সঙ্গে যারা যুক্ত তারা সবাই গৌরবের ইতিহাসে জড়িত। আজকের এই বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সকল মহলকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।

ডুয়া আহ্বায়ক বলেন, আজকের এই দিনে যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেশবাসীর কাছে আহবান জানাচ্ছি আহতদের সুচিকিৎসা যেন নিশ্চিত হয়।

আলোচনা সভা মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানেসভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এসময় ডুয়ার সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানি, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ড. মো. শরীফুল ইসলাম দুলু, মো. মোস্তাফিজুর রহমান, গোপাল চন্দ্র দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত