ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
আসছে সার্কের বিকল্প নতুন জোট, থাকছে বাংলাদেশও

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হিসেবে একটি নতুন আঞ্চলিক জোট গঠনে কাজ করছে চীন ও পাকিস্তান। এই উদ্যোগে বাংলাদেশকেও যুক্ত দেখা যাচ্ছে। সম্প্রতি চীনের কুনমিং শহরে এই তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা নতুন জোট গঠনের পথেই প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ইসলামাবাদ ও বেইজিংয়ের মধ্যে এই পরিকল্পনা অনেকটাই এগিয়ে গেছে। তাদের মতে, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংহতি বাড়াতে সার্কের কার্যকারিতা হারানোর প্রেক্ষাপটে একটি কার্যকর নতুন প্ল্যাটফর্ম সময়ের দাবি হয়ে উঠেছে।
তথ্য অনুযায়ী, ১৯ জুন কুনমিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকের মূল লক্ষ্য ছিল সম্ভাব্য নতুন জোটে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারত এই উদ্যোগে সাড়া দেবে না। কারণ দিল্লির আঞ্চলিক কূটনৈতিক অবস্থান ও স্বার্থ এই জোটের সঙ্গে অনেকাংশে সাংঘর্ষিক।
এদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ নতুন এই আঞ্চলিক উদ্যোগে আগ্রহ দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জোটটির সম্ভাব্য লক্ষ্য হবে মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অবকাঠামোগত সংযুক্তি জোরদার করা।
সার্ক দীর্ঘদিন ধরেই কার্যত অচল। ২০১৬ সালে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত তা বর্জন করে। এর ফলে সম্মেলন বাতিল হয়। এরপর থেকে আর কোনো বড় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারতের বিরূপ অবস্থানের কারণে সার্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, এমনকি সম্প্রতি ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য সার্কভুক্ত ভিসা সুবিধাও বাতিল করেছে।
সাম্প্রতিক প্রেক্ষাপটে চীন ও পাকিস্তান মনে করছে একটি বিকল্প জোট গঠনই ভবিষ্যতের জন্য যৌক্তিক পথ। বিশেষ করে মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ ও সহযোগিতার মনোভাবসম্পন্ন দেশগুলোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ।
পর্যবেক্ষকদের মতে, ভারতের পশ্চিমমুখী কূটনৈতিক অবস্থান এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিও আগ্রহ হ্রাস – নতুন আঞ্চলিক কৌশলের দরজা খুলে দিয়েছে। ফলে, চীন-পাকিস্তানের নেতৃত্বে গঠিত এই সম্ভাব্য জোট দক্ষিণ এশীয় ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর