ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

স্টারলিংক ব্যবহার করলে মৃ'ত্যুদণ্ডও হতে পারে

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৯ ২৩:৪১:২২
স্টারলিংক ব্যবহার করলে মৃ'ত্যুদণ্ডও হতে পারে

ইরান সরকার স্টারলিংকসহ যেকোনো অনুমোদনহীন বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারকে এখন থেকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করবে।

সম্প্রতি দেশটির পার্লামেন্টে পাস হওয়া এক নতুন আইনে বলা হয়েছে, এই ধরনের প্রযুক্তি ব্যবহারের মাত্রা অনুযায়ী অপরাধীদের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনার বরাতে জানা গেছে, আইনটি ২৩ জুন সংসদে অনুমোদিত হয় এবং তা ২৯ জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর তথ্য নিরাপত্তা, বিদেশি গোয়েন্দা তৎপরতা ও ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে ইরানে উদ্বেগ বেড়েছে।

ধারণা করা হচ্ছে, যুদ্ধকালে স্টারলিংকের হাজার হাজার টার্মিনাল গোপনে ইরানে ঢুকেছে, যাতে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় বিকল্প সংযোগ রাখা যায়।

নতুন আইনের শিরোনাম ‘গোয়েন্দা তৎপরতা, শত্রু রাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী অপরাধের শাস্তি আইন’। এতে ইসরায়েল বা শত্রু দেশের পক্ষে কাজ করাকে ‘পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি’র সমতুল্য হিসেবে গণ্য করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত