ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকে বসছেন নেতানিয়াহু

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ২৯ ২১:৩৫:৪৮
গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকে বসছেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার (২৯ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ডের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, বিভিন্ন মন্ত্রী, নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান হামাসবিরোধী সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা। প্রায় ২০ মাস ধরে গাজায় চালানো ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এখন যুদ্ধবিরতির আন্তর্জাতিক চাপ আরও জোরালো হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি লেখেন, “গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছে—যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র একটি চুক্তি দেখতে চায়।

এদিকে, বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই ইঙ্গিত পাওয়া গেছে, আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। তবে এই সফরের বিষয়বস্তু নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একজন ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করে শুধু সফরের প্রস্তুতির কথা জানিয়েছেন।

অনেক পর্যবেক্ষক মনে করছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়ায় মূল বাধা নেতানিয়াহুর কঠোর অবস্থান। এর আগেও এক জিম্মির মা অভিযোগ করেন, যুদ্ধবিরতি বিলম্বের জন্য দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত