ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন খুঁটিনাটি

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ জুন ২৯ ১১:০২:৩৮
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, জেনে নিন খুঁটিনাটি

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার: এআই মেসেজ সামারি। এই ফিচারের মাধ্যমে এআই প্রযুক্তির সাহায্যে অপঠিত (আনরেড) মেসেজগুলোর সারাংশ তৈরি করা যাবে। এটি ব্যবহারকারীদের ব্যস্ততার মধ্যেও এক নজরে মেসেজগুলোর মূল বিষয়বস্তু বুঝতে সাহায্য করবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা এক ব্লগ পোস্টে এই নতুন ফিচারের আগমনের ঘোষণা দিয়েছে। অপঠিত মেসেজের এআই সামারি তৈরিতে ‘মেটা এআই’ প্রযুক্তি ব্যবহার করা হবে, যা মেটার নিজস্ব এআই প্রযুক্তি এবং চলতি বছরের এপ্রিল মাসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান রিলিজ করেছিল।

‘মেটা এআই’ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন এআই ফিচার চালু করছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। তবে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ক্ষুণ্ন হবে না এবং মেসেজ এনক্রিপশন প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না। মেসেজ সামারি ফিচারটি ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইচ্ছা করলে এটি ব্যবহার করতে পারবেন, না চাইলে ব্যবহার না করেও চলবে।

নতুন এই ফিচারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মেটা এআই দ্বারা তৈরি মেসেজ সামারি শুধুমাত্র ব্যবহারকারী নিজেই দেখতে পারবেন, অন্য কেউ নয়। এমনকি মেসেজ পাঠানো ব্যক্তিও এই সামারি দেখতে পারবে না এবং জানতেও পারবে না যে তার প্রেরিত মেসেজের একটি সারাংশ তৈরি করা হয়েছে।

মেসেজ সামারি ফিচারটির ঘোষণা দিয়ে করা ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, "মেসেজ সামারি (ফিচারটি) প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে মেটা এআই একটি উত্তর (রেসপন্স) তৈরি করে দিতে পারে যেখানে মেটা বা হোয়াটসঅ্যাপ আপনার মেসেজ বা প্রাইভেট সামারি দেখতে পাবে না। আপনার চ্যাটে অন্য কেউ-ই দেখতে পাবে না যে, আপনি অপঠিত মেসেজগুলোর সামারি তৈরি করেছেন।"

স্বয়ংক্রিয়ভাবে (ডিফল্ট হিসেবে) মেসেজ সামারি ফিচারটি বন্ধ থাকবে। তবে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা একটি ছোট আইকন দেখতে পাবেন, যা মেসেজ সামারি অপশনের উপস্থিতি সম্পর্কে জানাবে। ফলে তারা সহজেই বুঝতে পারবেন, চাইলে আনরেড মেসেজগুলোর সংক্ষিপ্ত সারাংশ তৈরি করার সুবিধা পাওয়া যাবে।

এই এআই-চালিত মেসেজ সামারি সুবিধা প্রথমে আমেরিকায় ইংরেজি ভাষার জন্য চালু হবে। তবে মেটার পক্ষ থেকে জানা গেছে, চলতি বছরের শেষের দিকে এই ফিচারটি আরও কিছু দেশে এবং আরও কয়েকটি ভাষায় চালু করা হবে।

এখন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের চ্যাটে ‘মেটা এআই’ টুল ব্যবহার করতে পারছেন এবং এর মাধ্যমে বিভিন্ন সাধারণ প্রশ্নের উত্তর পাচ্ছেন। এছাড়া ব্যবহারকারীরা মেসেজ ট্যাগ করে ‘মেটা এআই’ চ্যাটবটকে প্রয়োজনীয় প্রেক্ষাপট বা কনটেক্সটও দিতে সক্ষম। তবে মেটার দাবি অনুযায়ী, মেটা এআই নিজে থেকে ব্যবহারকারীর কোনো মেসেজ পড়তে বা অ্যাক্সেস করতে পারে না।তথ্যসূত্র: মেটা, টেকক্রাঞ্চ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত