ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
গা'জায় ত্রাণ কেন্দ্রে হত্যাকাণ্ড, ভয়াবহ বর্ণনা দিলো ইস'রায়েলি সেনারা
.jpg)
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গাজায় ত্রাণ বিতরণে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিবর্তে ‘গাজা মানবিক ফাউন্ডেশন’ নামের একটি নতুন প্রতিষ্ঠান চালু করে ইসরায়েল, যার পেছনে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। শুরু থেকেই বিতর্কের জন্ম দেওয়া এই ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম মানবিক বিপর্যয়ের রূপ নেয়, কারণ ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর চালানো হয় প্রাণঘাতী হামলা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত এসব ত্রাণ কেন্দ্রে গমনকারী প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪ হাজার। ইসরায়েলি সেনাদের বর্ণনায় উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র—যেখানে অকারণে নিরস্ত্র, ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের দৈনিক হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা বলেন, “ত্রাণকেন্দ্রগুলো হয়ে উঠেছে একেকটি হত্যার মঞ্চ। আমি যেখানে দায়িত্বে ছিলাম, সেখানেই প্রতিদিন অন্তত একজন থেকে পাঁচজন নিহত হয়েছে। কোনো ধরনের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা না রেখে ভারী অস্ত্র, গ্রেনেড লঞ্চার ও কামান ব্যবহার করা হয়েছে। আমাদের যোগাযোগের ভাষা ছিল গুলি।”
তিনি আরও জানান, “ভোরে কেউ যদি লাইন ধরতে যেত, দূর থেকে তাক করে গুলি ছোড়া হতো। তারা কোনো হুমকি ছিল না, কোনো অস্ত্র বহন করছিল না।”
আরেকজন সেনা বলেন, “ক্ষুধার্ত মানুষকে কামান দিয়ে ঠেকানো কোনোভাবেই মানবিক কাজ নয়। এটা যেন একটি অঞ্চল, যেখানে মৃত্যু আর বিচারের কোনো মানে নেই। এমনকি এগুলোকে দুর্ঘটনাও বলা হয় না।”
এই সব অভিযোগ প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য না করলেও, তাদের অধীনস্থ স্বাধীন তদন্ত সংস্থা মিলিটারি অ্যাডভোকেট জেনারেল অফিস জানিয়েছে, নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলার ঘটনাগুলো তদন্তের আওতায় আনা হবে। তারা এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- ‘শেয়ারবাজারের মাঠ খেলার জন্য পুরোদমে প্রস্তুত’
- হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেললো ইসরাইল
- ১৩ বীমায় প্রাতিষ্ঠানিক মালিকানা তলানিতে, ১০% শতাংশের নিচে শেয়ার
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- আমরা নেটওয়ার্কের শেয়ার কারসাজি, তদন্তে নেমেছে বিএসইসি