ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
গা'জায় ত্রাণ কেন্দ্রে হত্যাকাণ্ড, ভয়াবহ বর্ণনা দিলো ইস'রায়েলি সেনারা
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গাজায় ত্রাণ বিতরণে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিবর্তে ‘গাজা মানবিক ফাউন্ডেশন’ নামের একটি নতুন প্রতিষ্ঠান চালু করে ইসরায়েল, যার পেছনে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। শুরু থেকেই বিতর্কের জন্ম দেওয়া এই ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম মানবিক বিপর্যয়ের রূপ নেয়, কারণ ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর চালানো হয় প্রাণঘাতী হামলা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত এসব ত্রাণ কেন্দ্রে গমনকারী প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪ হাজার। ইসরায়েলি সেনাদের বর্ণনায় উঠে এসেছে আরও ভয়াবহ চিত্র—যেখানে অকারণে নিরস্ত্র, ক্ষুধার্ত মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের দৈনিক হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা বলেন, “ত্রাণকেন্দ্রগুলো হয়ে উঠেছে একেকটি হত্যার মঞ্চ। আমি যেখানে দায়িত্বে ছিলাম, সেখানেই প্রতিদিন অন্তত একজন থেকে পাঁচজন নিহত হয়েছে। কোনো ধরনের ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা না রেখে ভারী অস্ত্র, গ্রেনেড লঞ্চার ও কামান ব্যবহার করা হয়েছে। আমাদের যোগাযোগের ভাষা ছিল গুলি।”
তিনি আরও জানান, “ভোরে কেউ যদি লাইন ধরতে যেত, দূর থেকে তাক করে গুলি ছোড়া হতো। তারা কোনো হুমকি ছিল না, কোনো অস্ত্র বহন করছিল না।”
আরেকজন সেনা বলেন, “ক্ষুধার্ত মানুষকে কামান দিয়ে ঠেকানো কোনোভাবেই মানবিক কাজ নয়। এটা যেন একটি অঞ্চল, যেখানে মৃত্যু আর বিচারের কোনো মানে নেই। এমনকি এগুলোকে দুর্ঘটনাও বলা হয় না।”
এই সব অভিযোগ প্রসঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য না করলেও, তাদের অধীনস্থ স্বাধীন তদন্ত সংস্থা মিলিটারি অ্যাডভোকেট জেনারেল অফিস জানিয়েছে, নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলার ঘটনাগুলো তদন্তের আওতায় আনা হবে। তারা এটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস