ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ইরানকে বৈঠকের প্রস্তাব দিলেন পারমাণবিক শক্তি সংস্থার প্রধান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে জরুরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেন তিনি।
বুধবার (২৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে গ্রোসি জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে চিঠি দিয়ে দু’পক্ষের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন এবং দ্রুত একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন ইরানের এক সংসদ সদস্য বলেছেন, IAEA প্রধানকে ইরানে প্রবেশ করতে দেওয়া উচিত নয়।
গ্রোসি জানান, সংঘাত চলাকালে IAEA-র পরিদর্শকরা ইরানে অবস্থান করছিলেন এবং তারা এখন পারমাণবিক স্থাপনাগুলোতে ফিরে গিয়ে ইউরেনিয়ামের মজুত যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
তিনি আরও বলেন, “আমি বহুবার বলেছি, যেকোনো ধরনের সংঘাতের মধ্যে পারমাণবিক স্থাপনায় হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এতে মারাত্মক রেডিওলজিক্যাল বিপর্যয়ের ঝুঁকি থাকে।”
গ্রোসি নিশ্চিত করেছেন, মার্কিন হামলায় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রূপান্তর কেন্দ্রে। সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু পরিমাণ তেজস্ক্রিয় এবং রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়েছে, যার মধ্যে ছিল বিভিন্ন মাত্রার ইউরেনিয়াম। তবে স্থাপনার বাইরের পরিবেশে রেডিয়েশন মাত্রা বাড়ার কোনো প্রমাণ মেলেনি।
এর আগে ইরানের পার্লামেন্ট একটি খসড়া আইন অনুমোদন করে, যাতে IAEA-র সঙ্গে সহযোগিতা স্থগিত করার সুপারিশ করা হয়। এই প্রস্তাব পাস হলে ইরান-IAEA সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার