ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
অস্ত্রের নেশায় রাশিয়া-যুক্তরাজ্য, কিসের আলামত?
রাশিয়া নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু করেছে। ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার গতির এই উচ্চ-প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহৃত হয় ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের দিনিপ্রো শহরে। সোমবার (২৩ জুন) এক সামরিক কলেজের অনুষ্ঠানে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানান, নতুন এই মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে সফলভাবে কার্যকারিতা দেখিয়েছে এবং এর উৎপাদন আরও বাড়ানো হচ্ছে। ইউক্রেন দাবি করেছে, এর উচ্চ গতির কারণে এটি আটকানো কঠিন হয়ে পড়ছে ফলে ইউক্রেনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। বিষয়টি ঠেকাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত সবার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি এলাকায় হামলা বাড়িয়েছে। মঙ্গলবার রাতে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন যাদের একজন আট বছরের শিশু।
এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের ১২ দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তি ফেরাচ্ছে তখন যুক্তরাজ্য ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। লকহিড মার্টিন নির্মিত এসব বিমান কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এগুলোর মাধ্যমে ১৯৯৮ সালের পর যুক্তরাজ্যের বিমান বাহিনী আবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা পেতে যাচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তায় শান্তিকে আর নিশ্চিত ধরা যাচ্ছে না। তাই জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানো জরুরি হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা শুধু ট্রাইডেন্ট সাবমেরিননির্ভর হলেও সাম্প্রতিক পরীক্ষায় এই ব্যবস্থার একটি ব্যর্থতা সামনে এসেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বি৬১ কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম এফ-৩৫এ বিমানগুলো যুক্তরাজ্য চাইলে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রসহ নিতে পারবে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রসঙ্গে স্টারমার এক্স-এ লেখেন, “এই যুদ্ধবিরতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। আলোচনায় ফিরতে হবে এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত