ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
অস্ত্রের নেশায় রাশিয়া-যুক্তরাজ্য, কিসের আলামত?
.jpg)
রাশিয়া নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর ব্যাপক উৎপাদন শুরু করেছে। ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার গতির এই উচ্চ-প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহৃত হয় ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের দিনিপ্রো শহরে। সোমবার (২৩ জুন) এক সামরিক কলেজের অনুষ্ঠানে এ তথ্য জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানান, নতুন এই মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রে সফলভাবে কার্যকারিতা দেখিয়েছে এবং এর উৎপাদন আরও বাড়ানো হচ্ছে। ইউক্রেন দাবি করেছে, এর উচ্চ গতির কারণে এটি আটকানো কঠিন হয়ে পড়ছে ফলে ইউক্রেনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। বিষয়টি ঠেকাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে জড়িত সবার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি এলাকায় হামলা বাড়িয়েছে। মঙ্গলবার রাতে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন যাদের একজন আট বছরের শিশু।
এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের ১২ দিনের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তি ফেরাচ্ছে তখন যুক্তরাজ্য ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। লকহিড মার্টিন নির্মিত এসব বিমান কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং এগুলোর মাধ্যমে ১৯৯৮ সালের পর যুক্তরাজ্যের বিমান বাহিনী আবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা পেতে যাচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তায় শান্তিকে আর নিশ্চিত ধরা যাচ্ছে না। তাই জাতীয় নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানো জরুরি হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরক্ষা শুধু ট্রাইডেন্ট সাবমেরিননির্ভর হলেও সাম্প্রতিক পরীক্ষায় এই ব্যবস্থার একটি ব্যর্থতা সামনে এসেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বি৬১ কৌশলগত পারমাণবিক বোমা বহনে সক্ষম এফ-৩৫এ বিমানগুলো যুক্তরাজ্য চাইলে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে অস্ত্রসহ নিতে পারবে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রসঙ্গে স্টারমার এক্স-এ লেখেন, “এই যুদ্ধবিরতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। আলোচনায় ফিরতে হবে এবং দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার