ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
হার্ভার্ডে ট্রাম্পের পরাজয়! বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। সোমবার (২৩ জুন) বোস্টনের মার্কিন জেলা বিচারক অ্যালিসন বুরোস এক অন্তর্বর্তী আদেশে ওই নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেন।
রায়ে বিচারক বলেন, "মতপ্রকাশ, চিন্তা ও বাক্স্বাধীনতার মতো মৌলিক সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে প্রশাসন একটি সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিতে এবং ভিন্নমত দমন করতে চেয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদেরকে বলির পাঁঠা বানানো হয়েছে, যাদের দুর্ভোগ ও ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন একটি প্রজ্ঞাপন জারি করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। পাশাপাশি, ইতোমধ্যে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনা করতে বলা হয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় জানান, "ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মুক্তচিন্তা ও শিক্ষাব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং প্রতিহিংসামূলক। প্রশাসনের চাপে হার্ভার্ডের পাঠ্যক্রম, পরিচালনা ও মতাদর্শ নিয়ন্ত্রণের চেষ্টাকে প্রতিষ্ঠানটি আইনি চ্যালেঞ্জ জানায়।"
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬,৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়নরত, যা প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ। বিশ্লেষকদের মতে, এসব শিক্ষার্থীর নিরাপত্তা, ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষার অধিকার সুরক্ষায় আদালতের সাম্প্রতিক আদেশ একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, 'হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি অর্থ গ্রহণে অনিয়ম করেছে, ইহুদিবিরোধী মনোভাব ছড়িয়েছে এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—যদিও এসব অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।'
আদালতের আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রশাসন তার উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে এখন থেকে একটি সুশৃঙ্খল ও আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকবে যাতে হার্ভার্ডে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অধিকার অক্ষুণ্ন থাকে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেছেন, "হার্ভার্ড কখনোই তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না, বরং সেসব আইনসম্মত মূল্যবোধ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যেগুলো বিশ্ববিদ্যালয়ের ভিত্তিকে দৃঢ় করে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার