ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
মার্কিন নৌবহরে হামলার আহ্বান খামেনির উপদেষ্টার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও কট্টরপন্থি কেহান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালী অবরোধ করে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
রোববার (২২ জুন) এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এ ধরনের হুমকি এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া ৩০টি টোমাহক ক্ষেপণাস্ত্র ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের স্থাপনাগুলোতে আঘাত হানে। এছাড়া ফোর্দো পারমাণবিক স্থাপনায় ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়—যা এই কঠিন সুরক্ষা-সম্পন্ন কেন্দ্র ধ্বংসে প্রয়োজন বলে মনে করা হয়।
এ প্রেক্ষাপটে কেহান পত্রিকার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে শরিয়তমাদারি বলেন, "এখন আমাদের পালা। সময় নষ্ট না করে প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত। পাশাপাশি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলও বন্ধ করতে হবে।" বিবৃতির শেষে পবিত্র কোরআনের সূরা বাকারাহর ১৯১ নম্বর আয়াত উদ্ধৃত করে কঠোর প্রতিশোধের বার্তা দেওয়া হয়: “তোমরা যেখানেই তাদের পাবে, হত্যা করো।”
উল্লেখ্য, কেহান পত্রিকা সরকারি নয়, তবে ইরানের নীতিনির্ধারণী মহলের ঘনিষ্ঠ এবং বহুবার আয়াতুল্লাহ খামেনির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করেছে বলে আন্তর্জাতিকভাবে বিবেচিত হয়। পত্রিকাটির সম্পাদক শরিয়তমাদারি নিজেকে খামেনির “প্রতিনিধি” হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।
এদিকে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী যদি অবরুদ্ধ হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কারণ, বিশ্বের এক-তৃতীয়াংশ তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন