ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

রাজধানীর যেসব এলাকাতে অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ 

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২১ ১৬:৫৬:২৫
রাজধানীর যেসব এলাকাতে অনির্দিষ্ট কালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ 

আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরেবাংলা নগর থানার আওতাভুক্ত শিশু মেলা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আশপাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সড়ক।

আজ শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল ২২ জুন সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত