ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
জাতিসংঘের 'কালো তালিকা'য় আবারও ইসরায়েল
শিশুদের ওপর গুরুতর সহিংসতার অভিযোগে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন "চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট"–এ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এর মধ্যে গাজা ও অধিকৃত পশ্চিম তীরেই শিশুদের অধিকাংশ অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার জন্য মূলত ইসরায়েলি বাহিনীকে দায়ী করা হয়েছে।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা বেড়েছে ২৫ শতাংশ। ১৮ বছরের নিচে শিশুদের বিরুদ্ধে ৪১ হাজার ৩৭০টি গুরুতর সহিংসতার ঘটনা যাচাই করা হয়েছে—যার মধ্যে রয়েছে হত্যা, অঙ্গহানি, যৌন সহিংসতা এবং স্কুল-হাসপাতালে হামলা।
শুধু ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ২ হাজার ৯৫৯ শিশুর ওপর ৮ হাজার ৫৫৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৪৪ জন ফিলিস্তিনি শিশু এবং ১৫ জন ইসরায়েলি শিশু।
জাতিসংঘের তথ্যমতে, গাজায় নিহত হয়েছে ১ হাজার ২৫৯ শিশু এবং আহত হয়েছে ৯৪১ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। জাতিসংঘ আরও ৪ হাজার ৪৭০ শিশুর মৃত্যুর তথ্য যাচাই করছে।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গত বছর ৯৭ জন শিশু নিহত হয় এবং ৩ হাজার ৬৮৮টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। লেবাননেও ইসরায়েলি হামলায় ৫০০-এর বেশি শিশু হতাহত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে শিশুদের বিরুদ্ধে এই মাত্রার সহিংসতায় আমি গভীরভাবে মর্মাহত।” তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস এবং ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডসও দ্বিতীয়বারের মতো কালো তালিকায় রয়েছে।
২০২৪ সালে গাজা ছাড়াও কঙ্গো, সোমালিয়া, নাইজেরিয়া ও হাইতিতে শিশুদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত হয়েছে। সহিংসতার হার সবচেয়ে বেশি বেড়েছে লেবানন (৫৪৫%), মোজাম্বিক (৫২৫%), হাইতি (৪৯০%), ইথিওপিয়া (২৩৫%) এবং ইউক্রেন (১০৫%)–এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস