ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শেয়ারবাজার: পতন সত্ত্বেও আশা জাগাচ্ছে বিনিয়োগকারীদের

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ১৯ ১৬:২১:৪৮
শেয়ারবাজার: পতন সত্ত্বেও আশা জাগাচ্ছে বিনিয়োগকারীদের

ঈদের আগে বিভিন্ন ইস্যূতে টানা দরপতনের কবলে পড়েছিল দেশের শেয়ারবাজার। কিন্তু ঈদের আগের সপ্তাহে (১-৪ জুন) পর্যন্ত শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। যে কারণে ওই সপ্তাহে একদিন সূচক কমলেও ৩দিন বেড়েছে। ঈদের পর অর্থাৎ চলতি সপ্তাহে ৩দিন সূচক বাড়লেও কমেছে দুই দিন। এতে দেখা যায়, ঈদের আগের সপ্তাহে ও চলতি সপ্তাহের ৯ কার্যদিবসে সূচক যে পরিমাণ কমেছে তারচেয়ে বেশি বেড়েছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ঈদের আগের সপ্তাহে (১-৪ জুন)তিন কার্যদিবসে সূচক বেড়েছিল ৭১ পয়েন্ট। আর এক দিনে কমেছিল প্রায় ২৫ পয়েন্ট। সপ্তাহশেষে সূচকের উত্থান ছিল ৪৬ পয়েন্ট।

অপরদিকে, চলতি সপ্তাহের ৩ কার্যদিবসে সূচক বেড়েছে ১১২ পয়েন্ট। পক্ষান্তরে দুই কার্যদিবসে সূচক কমেছে ৬৭ পয়েন্ট। সপ্তাহশেষে সূচকের উত্থান হয়েছে ৪৫ পয়েন্ট।

এতে দেখা যায়, সর্বশেষ দুই সপ্তাহে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯১ পয়েন্ট। যদিও মনে হয়েছে বাজার পতনের মধ্যেই আটকে আছে। আসছে বাজার ধীরে ধীরে এগুচ্ছে। এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে বাজার-এমনটাই বলছেন বাজার বিশ্লেষকরা।

এদিকে, আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। আজ ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু ৩০ মিনিট পর থেকেই ধীর গতিতে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (১৯ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫৪.৪১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮২.২০ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭১টির দর বেড়েছে, ২৫৮টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২২ কোটি ৮২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ১০০টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭০.৮৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০.৬২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত