ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ সচিবের বাসা গুঁড়িয়ে দিয়েছে ই'সরায়েল!

গত সোমবার তেহরানে ইসরায়েলের হামলায় ইরানে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনও ক্ষতির মুখে পড়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তেহরানের জর্ডান নামে পরিচিত এলাকায় বসবাস করেন। এটি শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার ওই স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে পুরো এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, 'তিনি যে ভবনটিতে থাকতেন হামলায় সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।'
ওয়ালিদ আরও বলেন, "আমার বাসা পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নাই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে।"
সোমবার দুপুরে হামলার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাস থেকে কর্মকর্তাসহ কর্মচারী ও বাংলাদেশি নাগরিকদের দ্রুত এলাকাটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরপরই দূতাবাস কমপ্লেক্স ছেড়ে নিরাপদ স্থানে সরে যান সংশ্লিষ্ট সবাই। বর্তমানে তারা তেহরানের অন্য একটি স্থানে অবস্থান করছেন।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জন ও দূতাবাসের ৪০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস