ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ সচিবের বাসা গুঁড়িয়ে দিয়েছে ই'সরায়েল!

গত সোমবার তেহরানে ইসরায়েলের হামলায় ইরানে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনও ক্ষতির মুখে পড়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তেহরানের জর্ডান নামে পরিচিত এলাকায় বসবাস করেন। এটি শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার ওই স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে পুরো এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, 'তিনি যে ভবনটিতে থাকতেন হামলায় সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।'
ওয়ালিদ আরও বলেন, "আমার বাসা পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নাই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে।"
সোমবার দুপুরে হামলার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাস থেকে কর্মকর্তাসহ কর্মচারী ও বাংলাদেশি নাগরিকদের দ্রুত এলাকাটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরপরই দূতাবাস কমপ্লেক্স ছেড়ে নিরাপদ স্থানে সরে যান সংশ্লিষ্ট সবাই। বর্তমানে তারা তেহরানের অন্য একটি স্থানে অবস্থান করছেন।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জন ও দূতাবাসের ৪০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি