ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
বাংলাদেশ সচিবের বাসা গুঁড়িয়ে দিয়েছে ই'সরায়েল!
গত সোমবার তেহরানে ইসরায়েলের হামলায় ইরানে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের বাসভবনও ক্ষতির মুখে পড়ে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তেহরানের জর্ডান নামে পরিচিত এলাকায় বসবাস করেন। এটি শহরের তিন নম্বর জেলায় অবস্থিত। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সোমবার ওই স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়। এতে পুরো এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলাম জানান, 'তিনি যে ভবনটিতে থাকতেন হামলায় সেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় তিনি বাড়িতে ছিলেন না।'
ওয়ালিদ আরও বলেন, "আমার বাসা পুরো গুঁড়িয়ে দিয়েছে। আমাদের আশপাশে এখন আর কিছুই নাই। কেবল কূটনীতিকদের কয়েকটি বাড়ি টিকে আছে।"
সোমবার দুপুরে হামলার আশঙ্কায় বাংলাদেশ দূতাবাস থেকে কর্মকর্তাসহ কর্মচারী ও বাংলাদেশি নাগরিকদের দ্রুত এলাকাটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরপরই দূতাবাস কমপ্লেক্স ছেড়ে নিরাপদ স্থানে সরে যান সংশ্লিষ্ট সবাই। বর্তমানে তারা তেহরানের অন্য একটি স্থানে অবস্থান করছেন।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এদের মধ্যে ১০০ জন ও দূতাবাসের ৪০ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি