ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
হা’মলার সময় ইরানের রেডিও ভবনে ছিলেন ৮ বাংলাদেশি!

ইরান-ইসরায়েল সংঘাতের অভিঘাত ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এই পরিস্থিতির মধ্যে তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা রয়েছেন মারাত্মক ঝুঁকির মুখে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরান ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন, তখন রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ দ্রুত শহর ছাড়তে শুরু করে।
স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাতে ইসরায়েল একটি বিমান হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনে। ওই ভবনেই কাজ করছিলেন আটজন বাংলাদেশি। ভাগ্যক্রমে তাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এখনো ভয় কাটেনি।
এ ঘটনার পর আজ মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আলম সিদ্দীকী বলেন, “গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি সেখানে ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তবে ইরানে ব্যাংকিং চ্যানেল এবং বিমান চলাচল বন্ধ থাকায় বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ধরনের অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না।
পররাষ্ট্র সচিব আরও জানান, “ইরানে অর্থ পাঠানো খুবই কঠিন হয়ে পড়েছে। ফলে রিলোকেশনের জন্য যে টাকা প্রয়োজন তা পাঠাতে কিছুটা দেরি হচ্ছে। তবে বাংলাদেশ সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
এর আগে বাংলাদেশ সরকার ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান