ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
হা’মলার সময় ইরানের রেডিও ভবনে ছিলেন ৮ বাংলাদেশি!
ইরান-ইসরায়েল সংঘাতের অভিঘাত ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। এই পরিস্থিতির মধ্যে তেহরানে অবস্থানরত বাংলাদেশিরা রয়েছেন মারাত্মক ঝুঁকির মুখে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরান ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন, তখন রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ দ্রুত শহর ছাড়তে শুরু করে।
স্থানীয় সময় সোমবার (১৬ জুন) রাতে ইসরায়েল একটি বিমান হামলা চালায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবনে। ওই ভবনেই কাজ করছিলেন আটজন বাংলাদেশি। ভাগ্যক্রমে তাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এখনো ভয় কাটেনি।
এ ঘটনার পর আজ মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আলম সিদ্দীকী বলেন, “গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি সেখানে ছিলেন। তারা সবাই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তবে ইরানে ব্যাংকিং চ্যানেল এবং বিমান চলাচল বন্ধ থাকায় বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ধরনের অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না।
পররাষ্ট্র সচিব আরও জানান, “ইরানে অর্থ পাঠানো খুবই কঠিন হয়ে পড়েছে। ফলে রিলোকেশনের জন্য যে টাকা প্রয়োজন তা পাঠাতে কিছুটা দেরি হচ্ছে। তবে বাংলাদেশ সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
এর আগে বাংলাদেশ সরকার ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, “আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি