ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে পশ্চিমা উদ্যোগ

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৫ ১৭:৪৬:১৯
ইরান-ইসরায়েল উত্তেজনা কমাতে পশ্চিমা উদ্যোগ

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। ধ্বংস হয়েছে বহু সামরিক ও বেসামরিক অবকাঠামো। শক্তিশালী এই দুই দেশের সংঘাতকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা, যা সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এই পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান ও ভেনেজুয়েলাসহ একাধিক দেশ ইসরায়েলকে উত্তেজনা উসকে দেওয়ার জন্য দায়ী করেছে। তারা অবিলম্বে দখলদারি মনোভাব ত্যাগ করে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে।

সংঘাত নিরসনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এসব দেশ তেহরানকে আলোচনায় আগ্রহী হওয়ার জন্য চাপ দিচ্ছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফরে থাকা জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, তারা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিতে প্রস্তুত। তিনি জানান, অতীতে ইরান গঠনমূলক আলোচনার প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে, তবে এখনও শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে বলে তিনি আশা করেন।

জার্মানির পাবলিক ব্রডকাস্টার এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াদেফুল বলেন, এই সংকট নিরসনের জন্য জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। যাতে ইরান এ অঞ্চলে, ইসরায়েলের জন্য বা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত