ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বিশ্ব বাবা দিবস আজ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১৫ ১২:৪২:১৮
বিশ্ব বাবা দিবস আজ

আজ ১৫ জুন বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে শ্রদ্ধা আর ভালোবাসায় উদযাপিত হয় বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অবদান ও দায়িত্বশীলতা স্মরণ করতেই এই দিবসটির সূচনা।

বিংশ শতাব্দীর গোড়ার দিকে এ দিবস পালনের সূচনা হয়। জানা যায়, ১৯০৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার মোনোনগাহ শহরের একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৬২ জন পুরুষ প্রাণ হারান যাদের অধিকাংশই ছিলেন বাবা। এই দুর্ঘটনায় প্রায় এক হাজার শিশু পিতৃহারা হয়।

পরের বছর ১৯০৮ সালের ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টে একটি গির্জায় নিহতদের স্মরণে সন্তানদের উদ্যোগে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। এটিই ছিল বাবাদের সম্মান জানাতে ইতিহাসে প্রথম আয়োজন।

বাবা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করে সনোরা স্মার্ট ডড নামের এক নারীর প্রচেষ্টায়। তিনি নিজ বাবার প্রতি শ্রদ্ধা থেকে দিবসটি উদযাপন শুরু করেন এবং এর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালিত হয়। এরপর ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুনের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে ঘোষণা করেন এবং ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেন।

ওয়াশিংটন থেকে শুরু হয়ে ধীরে ধীরে দিবসটি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এবং পরে সারা বিশ্বে। আজ মা দিবসের পাশাপাশি বাবা দিবসও হয়ে উঠেছে সন্তানদের কৃতজ্ঞতা প্রকাশের এক বিশেষ দিন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত