ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
আসছে লক্ষাধিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখেরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আসছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুন (মঙ্গলবার) গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ জুন থেকে। বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত রয়েছে এবং কোনো টেকনিক্যাল জটিলতা না থাকলে নির্ধারিত সময়েই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এবারের নিয়োগে কিছু সীমাবদ্ধতা থাকছে। এনটিআরসিএর নীতিমালা অনুযায়ী:
৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না।
যাঁদের শিক্ষক নিবন্ধন সনদ তিন বছরের বেশি সময় আগে অর্জিত তাঁরাও এই প্রক্রিয়ার বাইরে থাকবেন।
এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, “নীতিমালায় বয়সসীমা স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা এমপিও নীতিমালার বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি না।”
দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্যই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এবার নিয়োগযোগ্য পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে—যা দেশের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ নিয়োগ প্রক্রিয়া।
এর আগে এনটিআরসিএ মোট পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়েছিল। তবে এবারের আয়োজন সবচেয়ে বড় পরিসরে হতে যাচ্ছে।
আবেদনকারীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন করতে হবে এনটিআরসিএর নির্ধারিত অনলাইন ওয়েবসাইটে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে এনটিআরসিএর স্বয়ংক্রিয় সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহার করে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রতিষ্ঠানের চাহিদা ও প্রার্থীদের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ প্রস্তুত করা হবে—যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ২৬ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা