ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে ট্রাম্পের আহ্বান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৫ ০৭:৩৬:৩৬
ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর এক ঘণ্টার ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খরয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, "পুতিন যেমন মনে করেন, আমিও মনে করি ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বুঝিয়ে বলেছি, তার যুদ্ধ (ইউক্রেন)–এরও অবসান হওয়া দরকার।"

ট্রাম্প আরও বলেন, তিনি ও পুতিন মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, আর ইউক্রেন যুদ্ধ নিয়ে তুলনামূলকভাবে কম সময় কথা হয়েছে। আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

প্রথমবারের মতো ট্রাম্পের পক্ষ থেকে প্রকাশ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা বন্ধে সরাসরি এমন মন্তব্য এলো।

মার্কিন সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে এবং মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী শুক্রবার সকাল থেকে ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়।

গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে, যার সর্বশেষ ধাপে পৌঁছেছে ইসরায়েল-ইরান সরাসরি সংঘাতে।

ইরানি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলায় অনেক লোক নিহত হয়েছে। অপরদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। আর সম্পদ ক্ষতির পরিমাণ কোন দেশই সরকারিভাবে কিছু জানায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত