ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ইরানকে কড়া বার্তা দিলেন ট্রাম্প
.jpg)
ইরানের রাজধানী তেহরান-সহ দেশেরটির বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে। হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৭০ জনের বেশি মানুষ। এমন অবস্থায় ইসরায়েলের পক্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১৩ জুন) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেন, ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। আমি তাদের শক্ত ভাষায় বলেছি, এটি করো, কিন্তু তারা করেনি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বহু প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। এখনো সময় আছে এই রক্তপাত বন্ধ করার। কারণ, পরবর্তী হামলাগুলো আরও ভয়াবহ হয়ে উঠবে।
ট্রাম্প বলেন, সব শেষ হওয়ার আগেই ইরানকে অবশ্যই পারমাণবিক চুক্তিতে ফিরতে হবে। যেটিকে এক সময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে বাঁচাও। আর কোনো প্রাণহানি নয়, ধ্বংসও নয়। এটি এখন করো, না হলে অনেক দেরি হয়ে যাবে।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত এ অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় পাঁচ দফা হামলা চালায় ইসরায়েলি সেনারা।
হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার ও জ্যেষ্ঠ বিপ্লবী রক্ষীবাহিনী কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ নিহত হন।
এছাড়া, ইসরায়েলি হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী প্রাণ হারান। এদের মধ্যে আছেন ফেরেয়দুন আব্বাসি, মোহাম্মদ মাহদি তেহরানচি, আব্দুলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি এবং আমিরহোসেইন ফেকহি। ষষ্ঠ নিহত বিজ্ঞানীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
এ হামলার জবাবে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইহুদিবাদী সরকার আমাদের প্রিয় দেশের বুক চিরে রক্তাক্ত ও নোংরা হাত বাড়িয়েছে। আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়ে আগের চেয়েও নগ্নভাবে তাদের বর্বরতা প্রকাশ করেছে। এর জন্য কঠিন শাস্তি তাদের পেতে হবে।
তিনি আরও বলেন, এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে, যা তাদের ভোগ করতেই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার