ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ই'সরায়েলে জরুরি অবস্থা জারি

২০২৫ জুন ১৩ ১১:১৩:৪১

ই'সরায়েলে জরুরি অবস্থা জারি

ইরানের ওপর ভয়াবহ হামলার পর নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জরুরি অবস্থা ঘোষণার সময় জানান, “খুব শিগগিরই ইরান পাল্টা হামলা চালাতে পারে।” হামলার সময় ইসরায়েলি নাগরিকেরা ঘুমিয়ে ছিলেন। তবে জেরুজালেমে অবস্থানরত বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, সাইরেন ও মোবাইল সতর্কবার্তার কারণে অনেকেই ভোররাতে জেগে ওঠেন।

ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সকাল ৫টা ৩০ মিনিটে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই হামলার সত্যতা নিশ্চিত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রবিন্দুগুলোতে আঘাত হেনেছে তারা। এক ভিডিও বার্তায় তিনি জানান, "অপারেশন রাইজিং লায়ন" নামের এই সামরিক অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, রাজধানী তেহরান থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজে হামলা চালানো হয় যা ইরানের মূল সমৃদ্ধকরণ এলাকা হিসেবে পরিচিত। এছাড়া ইরানে ‘বোমা তৈরিতে জড়িত’ বিজ্ঞানীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। তেহরানে আইআরজিসির সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও নিহত হয়েছেন দুই পরমাণুবিজ্ঞানী— ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেহরানচি।

বিবিসি জানায়, ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থার (AEOI) সাবেক প্রধান ছিলেন। ২০১০ সালে তার ওপর একবার প্রাণঘাতী হামলা হয়েছিল তবে তিনি তখন বেঁচে যান। অন্যদিকে মোহাম্মদ মেহদি তেহরানচি ছিলেন ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট।

মেজর জেনারেল হোসেইন সালামি ২০১৯ সাল থেকে আইআরজিসির নেতৃত্বে ছিলেন এবং ইরানের আঞ্চলিক সামরিক কৌশল ও পরমাণু পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তার নেতৃত্বে ইরান ইরাক, সিরিয়া ও লেবাননে সামরিক প্রভাব বিস্তার করেছে।

ইরানের আইআরজিসি শুধু সামরিক বাহিনী নয় বরং এটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশটির শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিশেষ করে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক কার্যক্রমে এ বাহিনীর ভূমিকা অপরিসীম।

ইসরায়েলি হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং যে কোনো সময় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত