ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
‘আল্লাহ আছেন, সবাইকে একদিন জবাব দিতে হবে’
.jpg)
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন আল্লাহ আছেন, সবাইকে একদিন সবকিছুর জন্য জবাব দিতে হবে।
বুধবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নিন্দা’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল সম্প্রতি একটি ফেসবুক পোস্টে লেখেন, মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে প্রকাশিত ভুল সংবাদ ঘিরে তৈরি হওয়া সমালোচনার ঝড়ের একটি বড় অংশ এসে পড়েছে তার পরিবারের ওপর। কেউ কেউ না জেনে তাকে দায়ী করছেন, এই আইন তিনি করেছেন বলে। অথচ বাস্তবে এটি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তিনি বলেন, সমালোচকরা সেটি বুঝতে চাইছেন না, কারণ আইনটির গেজেট বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয়ের নাম রয়েছে।
পোস্টে তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশের ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী, যে কোনো মন্ত্রণালয় বা বিভাগ যে অধ্যাদেশই করুক, সেটি সরকারি গেজেট আকারে প্রকাশের দায়িত্ব থাকে আইন মন্ত্রণালয়ের। পৃথিবীর প্রায় সব দেশেই এ নিয়ম প্রচলিত। যেমন, এনবিআর-সংক্রান্ত অধ্যাদেশ অর্থ মন্ত্রণালয় করেছে, সরকারি কর্মচারীদের শৃঙ্খলা-সংক্রান্ত আইন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সব অধ্যাদেশ জারি করার আনুষ্ঠানিকতা পালন করে আইন মন্ত্রণালয়।
তিনি আরও লেখেন, আইন মন্ত্রণালয় শুধু নিজের আওতাধীন বিষয়ে আইন প্রণয়ন করে। যেমন দেওয়ানি কার্যবিধির সংশোধনী বা উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। অন্য মন্ত্রণালয়ের কাজ আইন মন্ত্রণালয় করতে পারে না, শুধু তা গেজেটে প্রকাশের দায়িত্ব পালন করে। তাই একটি আইন বা অধ্যাদেশের গেজেটে আইন মন্ত্রণালয়ের নাম থাকলেই সেটি আইন মন্ত্রণালয় করেছেএমন ধারণা সম্পূর্ণ ভুল।
আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করে লেখেন, আইনতো একেবারেই খটমটে বিষয়। কিন্তু সরল বিষয়েও অনেকে তাকে দোষারোপ করতে তৎপর। তার প্রশ্ন সরকারের কোনো ভালো কাজ হলে তো তার প্রশংসা কেউ করেন না, অথচ যেকোনো সমালোচনায় তাকে জড়িয়ে ফেলা হয়।
তিনি বলেন, কার দায়িত্বের জন্য কাকে দায়ী করা হবে, সেটি নির্ধারিত থাকা উচিত। যেমন সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাত্রা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় তার ওপর চাপানো ঠিক নয়। ঠিক তেমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রশংসাও আইন উপদেষ্টা হিসেবে তাকে দেওয়া সমীচীন নয়।
পোস্টের শেষ অংশে আসিফ নজরুল লেখেন, যারা বিনা কারণে নিন্দা বা অপবাদ দেন, তারা হয়তো এতে ব্যক্তিগত আনন্দ খুঁজে পান। কিন্তু এতে অন্যের পরিবার বা আপনজন কতটা কষ্ট পান, তা তারা বোঝেন না।
তিনি বলেন, 'আল্লাহ আছেন। একদিন সবার হিসাব দিতে হবে।' এবং অনুরোধ করেন—কাউকে দোষারোপ করার আগে অন্তত সঠিক তথ্যটা জেনে নেওয়ার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি