ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পাসপোর্ট পাবেন না ৩ শ্রেণির লোক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১২ ১২:৪২:৫৫
পাসপোর্ট পাবেন না ৩ শ্রেণির লোক

গত জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে থাকা, মানবতাবিরোধী অপরাধে জড়িত এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট ইস্যু করা হবে না—এমন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সব জেলা প্রশাসকদের কাছে সংশ্লিষ্টদের তালিকা পাঠাতে চেয়ে চিঠি দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিষয়টি ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির’ গত ৪ মে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় সিদ্ধান্ত হয়, যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, দেশ-বিদেশে পলাতক অথবা ফৌজদারি মামলায় অভিযুক্ত—তাদের পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট ইস্যু করা হবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ২২ মে সুরক্ষা সেবা বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পতিত সরকারের যেসব সহযোগী ও সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পলাতক রয়েছেন তারা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করছেন বা ভবিষ্যতে করতে পারেন—এমন তথ্য রয়েছে। এসব আবেদন অনুমোদন করা প্রচলিত আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থি হবে।

চিঠির সঙ্গে ৪ মে কোর কমিটির সভার সিদ্ধান্তের একটি অনুলিপিও যুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আইন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা সংগ্রহ করে দ্রুত বিদেশি মিশন ও দূতাবাসে পাঠাতে হবে যাতে তাদের যাতায়াত এবং পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম রোধ করা যায়।

এছাড়া জেলা প্রশাসকদের কাছেও এ বিষয়ে তালিকা চাওয়া হয়েছে যাতে স্থানীয়ভাবে কেউ বাদ না পড়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী-এমপি এবং উচ্চপদস্থদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছিল। সেই সময় বিদেশ ভ্রমণ সীমিত করার পাশাপাশি আরও কিছু পাসপোর্ট বাতিল করা হয় নিরাপত্তাজনিত কারণে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত