ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
উত্তপ্ত বাক্যালাপ, গা-জা নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের যে নির্দেশ

গত সোমবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোন সংলাপে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। আলাপে ফিলিস্তিনের গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার বিষয়ে নেতানিয়াহুর প্রতি কঠোর অবস্থান নেন ট্রাম্প।
মঙ্গলবার ইসরায়েলের একটি টেলিভিশন প্রতিবেদনে জানানো হয়, আলাপ চলাকালে উত্তেজিত হয়ে ওঠেন ট্রাম্প এবং স্পষ্টভাবে জানান, গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব যথেষ্ট নয়—যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
অন্যদিকে নেতানিয়াহু এখনো যুদ্ধ বন্ধে রাজি হননি। তিনি ও তার কট্টর ডানপন্থি জোট সরকারের দাবি, গাজা থেকে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তবে ট্রাম্প সোমবারের ফোনে নেতানিয়াহুকে বলেছেন, 'গাজায় যুদ্ধ বন্ধ হলে বিষয়টি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে।'
এছাড়া ইরানে এখন কোনা হামলা না চালাতেও নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, "অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি করতে চায়।"
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, 'ট্রাম্প যতক্ষন পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না। সংবাদমাধ্যমটিকে দুটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কি না, অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কি না। কিন্তু এ প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ট্রাম্প।'
ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, "যদিও সাম্প্রতিক সময়ে ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে। তবুও তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে অথবা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।"
ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, “ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক, ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময়ক্ষেপণ করছে।” জবাবে ট্রাম্প বলেন, “ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না। আমরা চুক্তি নিয়ে কাজ করছি।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান