ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
উত্তপ্ত বাক্যালাপ, গা-জা নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের যে নির্দেশ

গত সোমবার (৯ জুন) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টেলিফোন সংলাপে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। আলাপে ফিলিস্তিনের গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার বিষয়ে নেতানিয়াহুর প্রতি কঠোর অবস্থান নেন ট্রাম্প।
মঙ্গলবার ইসরায়েলের একটি টেলিভিশন প্রতিবেদনে জানানো হয়, আলাপ চলাকালে উত্তেজিত হয়ে ওঠেন ট্রাম্প এবং স্পষ্টভাবে জানান, গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব যথেষ্ট নয়—যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
অন্যদিকে নেতানিয়াহু এখনো যুদ্ধ বন্ধে রাজি হননি। তিনি ও তার কট্টর ডানপন্থি জোট সরকারের দাবি, গাজা থেকে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তবে ট্রাম্প সোমবারের ফোনে নেতানিয়াহুকে বলেছেন, 'গাজায় যুদ্ধ বন্ধ হলে বিষয়টি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে।'
এছাড়া ইরানে এখন কোনা হামলা না চালাতেও নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, "অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি করতে চায়।"
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, 'ট্রাম্প যতক্ষন পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না। সংবাদমাধ্যমটিকে দুটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কি না, অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কি না। কিন্তু এ প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ট্রাম্প।'
ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, "যদিও সাম্প্রতিক সময়ে ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে। তবুও তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে অথবা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।"
ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, “ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক, ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময়ক্ষেপণ করছে।” জবাবে ট্রাম্প বলেন, “ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না। আমরা চুক্তি নিয়ে কাজ করছি।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন