ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ঢাবিতে সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউতে অনুষ্ঠিত হয়েছে সেলফ ডিফেন্স এন্ড ফিটনেস বিষয়ক সেমিনার।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাবির হাজারীবাগ ক্যাম্পাসের লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউট এন্ড টেকনোলোজির অডিটোরিয়াম কক্ষে আয়োজিত হয় এই সেমিনার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী বাবলী আক্তার মনা সেমিনার সঞ্চালনা করেন।
সেমিনারটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়। ‘সেলফ ডিফেন্স’ সেশনে প্রশিক্ষণ দেন ‘জে.কে কম্ব্যাট একাডেমির' প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর ও প্রতিষ্ঠাতা আরমান হোসেন ও সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নে গোল্ড মেডেলিস্ট তাইম হাওলাদার।
‘নিউট্রিশন ও ফিটনেস’ সেশনে বক্তব্য রাখেন নিউট্রিশনিস্ট ও হেলথ কনসালট্যান্ট সুমাইয়া শিলা। ‘এথলেটিক মোটিভেশনাল’ সেশনে বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ের অ্যাথলেট আরিফুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে ক্লাবের সভাপতি আরমান হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সেমিনারে প্রত্যেক অংশগ্রহণকারীকে সেমিনার শেষে দেওয়া হয়েছে সার্টিফিকেট।
আরমান হোসেন বলেন, মেয়েদের ৫টি হলে ৭দিন করে এবং মল চত্ত্বরে ১৪ দিনের ফ্রি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া ইতঃপূর্বে টিএসসিতে ২৬ জুলাই ৫শতাধিক শিক্ষার্থী নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামিতে প্রশাসনের সহযোগিতা পেলে এই কার্যক্রম বিস্তৃত হবে বলে আশাবাদী।
ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ব্যাতিক্রমী উদ্যোগ আমরা সাদুবাদ জানায়, আমাদের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ এবং নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরী। আশা করি তারা এই সেমিনারের মাধ্যমে সুস্থতা এবং নিরাপত্তার প্রতি যত্নবান হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন