ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১১ ১০:৩৬:৪৮
বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টা পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া শুক্রবার (১৩ জুন) থেকে তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। পরবর্তী পাঁচদিনে বৃষ্টি আরও বাড়তে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে আরও হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১০ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। বর্তমানে নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং রংপুর বিভাগের বাকি অংশসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে যা ধীরে ধীরে প্রশমিত হতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে এবং সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় জাপান

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান। সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে... বিস্তারিত